পরের জমি দখল করে ঘর নির্মাণে পায়তারা
বিশেষ প্রতিনিধি
পরের জমি দখল করে হর নির্মাণের অভিযোগ উঠেছে জনৈক বাদল এলেন গংদের বিরুদ্ধে। সরে জমিনে তদন্ত করতে গিয়ে জানা গেছেঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মনসুরাবাদ বাজারে জনৈক ওয়েল্ডিং ব্যবসায়ী সুমন বেপারীরক্রয় করার কয় শতক জমির উপরে ওই এলাকার বাদল এলেন রুবেল শামীম সহ অন্যান্যরা ঘর নির্মাণ শুরু করেছে।আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রভাব খাটিয়ে রুবেল এবং তার সাঙ্গোপাঙ্গরা সুমনের জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করছে এ ব্যাপারে সুমন বেপারীকাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করলেও থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদীর কথা কর্ণপাত করেননি। উল্টো আসামিদের বাড়ি ওসি নিজে উপস্থিত থেকে দারোগা মনিরের সাথে হাঁসের মাংস ভক্ষণ করেছেন।
৯৮৩ নং কবলা দলিল মূলে আর এস ২৭৪ খতিয়ান এ ১২২৯ এবং ১২৩০ নাম্বার দাগে ছয় শতাংশ এস এ রেকর্ড ভুল হয় সফিজ উদ্দিন কাঠালিয়া সহকারী জজ আদালতে ১৪৫/২৩ মামলাটি চলমান ।মনসুরাবাদ আব্দুর রহমান হাওলাদারের পুত্র এইচ এম আল মামুন, বাদল হাওলাদার , রুবেল হাওলাদার , শামীম রেজা, রফিকুল ইসলাম এলেন,সুমন বেপারীর দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক অনুপ্রবেশ করে ঘর ও দালান নির্মাণ করছে। চোরাবাদ বাজারে অবস্থিত সবুরুন্নেসা বালিকা বিদ্যালয়ের দুই শতক জমি জোরপূর্বক দখল করেছে এই চক্রটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে সফিজ উদ্দিন হাওলাদারেরপুত্র আল-আমিন শহিদুল ইসলাম সহ অন্যান্যরা। ঝালকাঠি জেলা যুগ্ম জজ আদালতে দেওয়ানী ৫/২৩ মামলা, কাঠালিয়া আদালতে ২৩/২০২২ মুকাদ্দামা দায়ের আছে। মামলা চলমান থাকলেও জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে । অভিযোগ উঠেছে রুবেল এবং তার সাঙ্গপাঙ্গরা রাতের আধারে ঘর নির্মাণ করছে । এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি । জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ কারীর হোতা রুবেলের মোবাইল নাম্বারে ফোন দিলেও ফোন রিসিভ করেননি ।