প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছে পিরোজপুরে
বরিশাল র্যাব-৮ এর অভিযানে পিরোজপুর হতে ১১ টন (১১ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন উদ্ধার।
স্টাফ রিপোর্ট
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। সে প্রেক্ষিতে র্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।
- র্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরজেলার মঠবাড়িয়া থেকে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। , র্যাব-৮, বরিশাল, পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর এবং উপজেলা প্রশাসন, মঠবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল ০৭ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বহেরাতলা এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে ১। মোঃ মহসিন মিয়া (৪৫), পিতা মোঃ আমজাদ হোসেন, সাং- মঠবাড়িয়া সদর, ২। মেহেদী হাসান (২৫), পিতা-আলমগীর হোসেন, সাং-বহেড়াতলা, সর্ব থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর’দ্বয়কে আটক করতঃ ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে দুইজনকে মোট ৩,০০০,০০.০০(তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাদের হেফাজতে থাকা তিনটি গোডাইন থেকে মজুদকৃত ১১ টন (এগার হাজার কেজি) অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। পরবর্তীতে, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদন্ডের আদায় ও পূণরায় এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়। র্যাবের এ ধরণের অভিযানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সাধুবাদ ব্যক্ত করেন।
Copyright © 2025 Somoyer Vabna. All rights reserved.