বাকেরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাসের অবসর জনিত বিদায় উপলক্ষে উপজেলা মাদ্রাসা শিক্ষা কর্মচারীদের উদ্যোগে ৮ই জানুয়ারি বুধবার সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ও শিক্ষক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস সর্বশেষ ২০২৩ সালের ১৫ই ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগাদান করেন। বরিশাল কাউনিয়া ঐতিহ্যবাহী সন্মানিত পরিবারের সদস্য তপন কুমার দাস জেলার বি এম স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে ১৯৮১ সালে এস এস সি ১৯৮৩ সালে এইচএসসি ও পর্যায়ক্রমে অনার্স মাষ্টার্স সাফল্যের সঙ্গে শেষ করে ১৯৯৩ সালে কর্ম জীবন শুরু করেন। দীর্ঘ ৩৫ বছর যাবত বিভিন্ন স্থানে সফলতার স্বাক্ষর রেখে কর্ম জীবন থেকে অবসরে যাচ্ছেন। ব্যাক্তিগত ভাবে তিনি দুই মেয়ে সন্তানের জনক সফল পিতা ও পরিবারিক ভাবে সফল ব্যক্তিত্ব। তার বিদায় উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে রাখতে গিয়ে সকলে তার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তার মঙ্গল কামনা করছেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মচারী বৃন্দরা। উপজেলায় দায়িত্ব পালন কালে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বন্ধু সুলভ সহজ সরল মনোভাব পোষণের কারনে তার বিদায় মূহুর্তে সকল কর্মচারীদের আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা গেছে। এসময় তাদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মৃতি হিসেবে উপহার তুলে দেওয়া হয়।