বরিশালে স্মরণকালের স্মরণীয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গরানের বরিশালের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণিল উৎসব
এস এম নওরোজ হীরা বরিশাল
হিজরা সম্প্রদায়, বেদের মেয়ে, বাসার কাজের মেয়ে এবং টোকাইদের সামাজিক উন্নয়নে কাজ করা মানব কল্যান সংস্থা “পরাণের বরিশাল” এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির সদস্যরা আয়োজন করেছিল ব্যপক কর্মসূচীর।
(শনিবার) ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া ৭ টায় বরিশাল রিভার ভিউ চায়নিজ রেস্টুরেন্টে পরানের বরিশাল মানব কল্যান সংস্থাটির আজীবন সদস্যদের সম্মাননা প্রদান, বিচিত্রানুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।।
প্রতিষ্ঠাবার্ষীকি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ডেপুটি রেজিস্ট্রার বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপ বরিশাল এর সিনিয়র জিএম বিশ্বজিৎ গুহ , প্রিমিয়ার ব্যাংক, বরিশাল শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট কে এম শফিকুর রহমান বেঙ্গল বিস্কুট বরিশাল এর ম্যানেজার মোঃ আঃ রহমান, বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক তারুণ্য বার্তার সম্পাদক আহমেদ রনি, বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, কলামিস্ট ও বরিশাল বাণী এর উপ সম্পাদক জুবাইয়া বিন্তে কবির, এবং পরানের বরিশাল মানব কল্যাণ সংস্থার পরিচালক আসমা আক্তার শিলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি ও মঞ্চ অভিনয় শিল্পী ইমরান হোসাইন আকাশ (আরজে আকাশ) এবং পরানের বরিশাল এর সাধারণ সম্পাদক কালাম জহির।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মানব কল্যান সংস্থা পরাণের বরিশাল এর স্বনামধন্য প্রতিষ্ঠাতা, বরেণ্য সাংবাদিক এসএম নওরোজ হিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুল হক আনসারী।। জাতীয় সংগীতের পরে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয় পিংক কালারের একই রংয়ের শাড়ি পরে পনের জন রমণী অনুষ্ঠানে আগত সকল অতিথীদেরকে গানের তালে তালে পরানের বরিশালের মহিলা সম্পাদিকা সাওনি আক্তার মিষ্টির নেতৃত্বে নিতু, জয়া, শারমি,ন, সুস্মিতা, লাবণ্য, মিম, নাজিফা, শান্তা , বিনিতা, সাদিয়া , লাকি , পাখি , অনু, আরিফা ফুল দিয়ে বরণ করে। এরপর অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক , প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজীবন সদস্যদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পরানের বরিশালের সাধারণ সম্পাদক কালাম জহির । অনুষ্ঠানে আগত সকল অতিথীদেরকে পরিচয় করিয়ে দেন পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাহী পরিচালক এস, এম , নওরোজ হীরা। পরানের বরিশাল মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন তালুকদার মিডিয়ার স্বত্বাধিকারী আবুল হোসেন তালুকদার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুল রহমান লিমন পরানের বরিশালের অতি অধ্যাপক জাকির জমাদার , বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন মাইদুল ইসলাম ববি , বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক চন্দ্রশীল , বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, । মন মাতানো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজীবন সদস্য কেএম শফিকুর রহমান আব্দুর রহমানকে আজীবন সনদপত্র হাতে তুলে দেন পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এসএম নওরোজ হীরা,পরানের বরিশালের পরিচালক মিসেস আসমা আক্তার শিলা, পরানের বরিশালের সহ-সভাপতি মোহাম্মদ সুমন পরানের বরিশালের সাধারণ সম্পাদক কালাম জহির, শাওনি, শারমিন, সুস্মিতা, ও লাবণ্য । রাফেল ড্র তে তিনটি পুরস্কার পান এলিভেটেড লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, এছাড়ারেফেল ড্র তে বিজয়ী হোন পরানের বরিশালের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস আসমা হীরা।
দ্বিতীয় পর্বে মনমুগ্ধকর সংগীত এবং নৃত্য পরিবেশন করা হয় পরানের বরিশালের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাজিমউদ্দিন স্বরচিত গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করেন। সংগীত পরিবেশন করেন লাবণ্য, সুস্মিতা , লাকি এবং ইতু সোম । নৃত্য পরিবেশন করে লাকি ও সুস্মিতা l।বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পক্ষে নৃত্য পরিবেশন করে নিঝুম , ববি এবং সুইটি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বাঙালি খাবার দিয়ে নৈশ ভোজের মাধ্যমে অতীদেরকে আপ্যায়িত করা হয় । অনুষ্ঠানে আগত অতিথি খাবারের মানের প্রশংসা করেছেন।। এছাড়া অনুষ্ঠানের সকল বক্তা তাদের বক্তব্যে পরানের বরিশালের নবম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণিল উৎসব স্মরণকালের স্মরণীয় উৎসব হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, পরানের বরিশাল মানবকল্যাণ সংস্থাটি ২০১৭ সালের আজকের দিনে (২২ শে ফেব্রুয়ারি) প্রতিষ্ঠিত হয়।
মানব কল্যান সংস্থা পরানের বরিশাল চার শ্রেণীর লোক নিয়ে কাজ করে। বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজরা সম্প্রদায়, বেদের মেয়ে, বাসার কাজের মেয়ে এবং টোকাই । পরানের বরিশাল চা বিক্রেতা,রিক্সা চালক, অটো চালক, দিনমজুর, প্রতিবন্ধী সহ অসচ্ছল মানুষের সেবা করে থাকে ।
পরানের বরিশালের যারা সদস্য তারা এবং সমাজের কিছু বিত্তবানদের সহযোগিতায় এই সংস্থাটি চলে থাকে । বরিশাল শহরে হিজরা সম্প্রদায়, বেদের মেয়ে, টোকাইদের উপর যে সমস্ত অত্যাচার হতো তা পরানের বরিশালের সদস্যরা কিছুটা নিভৃত করেছে। পরানের বরিশাল ঢাকঢোল পিটিয়ে কোন কাজ করে না তারা কাজ করেন নীরবে ।
নিবন্ধন বিহীন এই সংস্থাটি দেশের আনাচে-কানাচে অসহায় মানুষের পাশে থেকে যেভাবে সেবা করে থাকে, দেশের নিবন্ধন পাওয়া কোন সংস্থার সদস্যদের সেরকমের সাড়া পাওয়া যায় না।
পরানের বরিশালের যারা আজীবন সদস্য তারা এককালীন ১০ হাজার টাকা অনুদান দিয়ে সদস্য হয়ে থাকেন । পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নির্বাহী পরিচালক বিশিষ্ট সাংবাদিক এবং সংগঠক এস এম নওরোজ হীরা। সংগঠনের একমাত্র পরিচালকের দায়িত্বে আছেন মিসেস আসমা হীরা । সংস্থাটির ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কালাম জহির।প্রতিষ্ঠাতা সদস্য এবং সিনি