হত্যা মামলা প্রত্যাহার করার শর্তে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল,, অথচ হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন
মোহাম্মদ মাসুম হাওলাদার
২০১৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মল্লিক এর বাবা হুমায়ুন মল্লিক 22 শে মার্চ আহত হয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। হুমায়ুন মল্লিকের মৃত্যুকে কেন্দ্র করে তৎকালীন যুবলীগের সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মল্লিক অনেক নিরীহ লোককে মামলার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিন। ওই সময় সোহেল মল্লিক তৎকালীন আওয়ামী লীগ নেতা আব্দুর রব মোহাম্মদ কাদের তোফায়েল সরদার জামাতা ফরিদসহ সক্রিয় কর্মীদের নামে মামলা দায়ের করেন। মামলার আসামি তিনি গোপনে সোহেল মল্লিকের সাথে আতাত করেন এবং এই মামলা রেহাই পেতে দৌড়ঝাঁপ শুরু করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর সোহেল মল্লিক প্রধান শিক্ষক পদে দায়িত্বে না থেকে গা ঢাকা দেন। হুমায়ূন মল্লিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা তোফায়েল সদ্দার হঠাৎ করে নব্য বিএনপি হয়ে যান।তোফায়েল সর্দার কালিশুরি ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তুফান সরদার এই দায়িত্ব পাবার পরে আওয়ামী লীগ সদস্য আব্দুর রব কালেসরী বাজারে বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছেন। এলাকাবাসী বলেছেন তোফায়েলের কারণেই৷ আওয়ামীলীগ সদস্য আব্দুর রব যথেষ্ট ক্ষমতা দেখাচ্ছেন ।এদিকে সোহেল মল্লিক আত্মগোপনে থাকার পর তোফায়েল সরদার এর সাথে তিনি আতাত করেন। তোফায়েল সদ্দার সোহেল মল্লিক কে বলেন সোহেল মল্লিক ২০১৬ সালের হত্যা মামলা প্রত্যাহার করলে তিনি প্রধান শিক্ষক হিসেবে শপদে যোগদান করতে পারবেন। মামলা প্রত্যাহার করার শর্তে প্রধান শিক্ষক হিসেবে সপদে যোগদান করেন সোহেল মল্লিক । অথচ গত ৮ই এপ্রিল এই মামলায় ২৩ জন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পটুয়াখালী জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন। কালেশ্বরী ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক৷ সোহেল মল্লিক এলাকায় ফিরে আসাতে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। বিএনপি'র একটি অংশ সোহেল মল্লিককে পুনর্বাসন করেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু মূলত সোহেল মল্লিক কে পুনর্বাসন করেছেন নব্য বিএনপি'র নেতা তোফায়েল সরদার। গত ১৫ বছরে বিএনপি'র কোন মিছিল মিটিংয়ে তোফায়েল সরদার কে দেখা যায়নি তারপরেও কালিশুরি ইউনিয়ন বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক হয়েছেন তোফায়েল সরদার। তোফায়েল সরদার বিএনপি'র নেতা হওয়ায় এলাকায় হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।