ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হ*ত্যায় ও তালগাছ কাণ্ডের মুলহোতা ডিবির হাতে গ্রেপ্তার
সোহেল খন্দকার (ঝালকাঠি)প্রতিনিধি:ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় বাবুই পাখির বাসাসহ তালগাছ কাটার ঘটনায় একাধিক বাবুই ছানার মৃত্যু ও ডিম বিনষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন পূর্ব গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির ডগায় ডগায় অসংখ্য বাবুই পাখির বাসা ছিল, যেখানে শতাধিক ছানা ও ডিম ছিল বলে এলাকাবাসী জানান। তালগাছ কেটে ফেলার সময় বাসাগুলো ভেঙে পানিতে পড়ে যায়। এতে ডিমগুলো ভেঙে যায় এবং অনেক ছানা মারা যায়। কিছু পাখি উড়ে পালিয়ে গেলেও বহু ছানা মারা যাওয়ার মর্মান্তিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এবং ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মোবারক ফকির (৬৫), পিতা- মৃত মোসলেম আলী ফকির, সাং- গুয়াটন, থানা ও জেলা- ঝালকাঠিকে গ্রেফতার করে।
ডিবি জানায়, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পরিবেশ ও পাখি সংরক্ষণ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বাবুই পাখির ছানা হত্যার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।