বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎতের তারে জরিয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু।
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে দাদার লাশ জানাজা শেষে দাফন করতে গিয়ে বিদ্যুৎতের তারে জরিয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, পারশিবপুর গ্রামের আনিচ হাওলাদার বার্ধক্য জনিত কারণে রবিবার সকাল ৮ঘটিকায় মৃত্যুবরণ করেন। আসরের নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হলে মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে খাটিয়াটি তার মামা ফিরোজ দুই জনে ধরে সরাতে যায়। খাটিয়া সরানোর সময় কবরের উপরে টিউব লাইটের সাথে্ সংযোগ দেওয়া বিদ্যুতের তারের সাথে খাটিয়া জরিয়ে যায়। এ সময় বিদ্যুতের লাইন ত্রুটি থাকায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে সরোয়ার ও তার মামা ফিরোজ দুজনেই ছিটকে পরে আহত হয়। উপস্থিত মুসুল্লিরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত দুজন হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। তারা দুজনে সম্পর্কে মামা ভাগ্নে হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।