বরিশাল প্রেসক্লাবে চট্টগ্রাম দরবার শরীফের সুফি সৈয়দ জাফর শাহ , মাজারে হামলা সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিচ্ছে।
এস এম নওরোজ হীরা।
বিটিপি এর বরিশাল বিভাগীয় সম্মেলন ও আলোচনা সভায় বক্তারা সম্ভাব্য সাম্প্রদায়িক সংঘাতের হাত থেকে দেশকে রক্ষা করতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন মাজারে হামলা দেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিচ্ছে যা প্রতিরোধ করতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর নির্দেশিত মত ও পথে তাশাহুফ শিক্ষা প্রচার এবং মানবকল্যাণে নিবেদিত থেকে ইসলামী মূল্যবোধের আলোকে জাতীয় অরাজনৈতিক ঐক্য গড়ে তুলে উন্নত সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখার উদ্দেশ্যে ২০২১ সালে গঠিত তরিকাপন্থী অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি এর বরিশাল বিভাগীয় সম্মেলন ও আলোচনা সভা বরিশাল প্রেস ক্লাবে আট ফেব্রুয়ারি বেলা দুইটায় অনুষ্ঠিত হয়।
বরিশাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিপির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদা নসিন হযরতুল আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক শাহ এর উপস্থিতিতে প্রধান আলোচক হিসেবে বক্তারা রাখেন বিটিপির সাধারণ সম্পাদক ঢাকার ডেমরার চিশতিয়া দরবার শরীফের পরিচালক হযরত শামসুল আলম চিশতী। btp-র বরিশাল বিভাগীয় আহবায়ক মালিপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন মালিপুরী এর সভাপতি কে শনিবার দুপুর ২ টায় বরিশাল প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলন ও আলোচনা সভার সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তি সম্পাদক জনাব শাহ মিডু ।
বরিশাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরানের বরিশাল মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম নওরোজ হীরা , খুলনা চিশতিয়া খানকার পরিচালক হযরত কদম আলী ফকির চিশতী ইন্দুকাটি দরবারের পীর হযরত মাওলানা মহিউদ্দিন মিজানি নলছিটির সাম্বিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল হান্নান পটুয়াখালী বাউফল খানকার চিশতিয়ার পরিচালক হযরত মুহাম্মদ নুর আলম চিশতী ধর মন্দির রায় পাশা দরবারের প্রতিনিধি মোঃ মোবারক হোসেন বিচন্ডী খানকার পরিচালক ফকির এম মাইনুল ইসলাম কাউয়ারচর খানকার পরিচালক মোহন চিশতী। কাউনিয়া খানকার পরিচালক রফিক চিশতী , মোঃ দুলাল হাওলাদার ,পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা দরবারের মাওলানা মোহাম্মদ তাজুম উদ্দিন ,ভোলার উদির চান করনি ইয়ামিনি দরবারের প্রতিনিধি মিলন দরবেশ ,ভোলার হযরত সমদ আলী দরবেশ দরগার পরিচালক হযরত মুহাম্মদ নুরুল ইসলাম, বরিশাল পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি বাদশা ফকির ,সাধারণ সম্পাদক জনাব খাজা আলম সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ,মাওলানা মোঃ আরিফ বিল্লাহ ,খলিল চিশতী, সম্রাট সিরাজ চিশতী, বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের প্রাক্তন সভাপতি নওশাদ ফারুকী বর্তমান সাধারণ সম্পাদক শাহ জামাল , বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের বর্তমান সভাপতি একেএম জহির ,।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের উজিরপুর চিশতিয়া দরবারের বর্ষীয়ান সুফি সাধক হযরত শাহ সুফি দরবেশ সাঈদ শাহ চিশতী কওমিয়া সুরেশ্বরী খানকার পরিচালক খলিফা হযরত মাওলানা মোঃ দুলাল সুরেশ্বরী , রুই য়ার পোলা খানকার পরিচালক খলিফা শাহ সুফি হযরত মুহাম্মদ আব্দুর রহমান মৃধা , মুলাদী হযরত দরবারের পীর হযরত মাওলানা মোঃ হান্নান শাহ , বরিশাল ডিসি অফিস সংলগ্ন নারী বুড়ি মাজারের সভাপতি মোঃ আতাউল গনি।
বরিশাল প্রেসক্লাবের আয়োজিত বিভাগীয় সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলার সূফী সাধক , মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।