মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

প্রবাসী এরশাদের স্ত্রী তন্বী মিথ্যে মামলা থেকে তার স্বামী এবং ভাসুরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

সাংবাদিক সম্মেলনে এরশাদের স্ত্রী তন্বী মিথ্যে মামলা থেকে তার স্বামীর অব্যাহতিএবং ভাসুরের মুক্তি চেয়েছেন
এস এম নওরোজ হীরা
বরিশাল নগরীর বৈদ্য পাড়ার আওয়ামী লীগ নেতা ভূমি দস্যু লিফ্টন খানের হাত থেকে রেহাই পেতে বরিশাল নগরীর অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের স্পেন প্রবাসী গোলাম হাসিব এরশাদের স্ত্রী সানজিদা রহমান তন্বী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা আক্তার, মিথিলা আক্তার মৌ এবং মিম ।
লিখিত বক্তব্যে সানজিদা রহমান তন্বী বলেন অবৈধভাবে ছয় তলা বিল্ডিং নির্মাণ করাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কিন্তু মূল অভিযুক্তকে বাদ দিয়ে স্পেন প্রবাসী এরশাদ, তার বড় ভাই মুরাদ এবং ফুয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সানজিদা রহমান তন্বী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানিয়েছেন। তন্বী বলেন তার স্বামী ১৮ বছর পর্যন্ত স্পেন প্রবাসী। গত নভেম্বর মাসে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানজিদা রহমান তন্বী বলেন তার  স্বামীর সেজ ভাইয়ের কাছ থেকে বরিশাল নগরীর বৈদ্যপাড়ার  জনৈক লিপটন খানের বড় ভাই রিমন খান ৩ পয়েন্ট ৬৭ শতাংশ জমি ক্রয় করে। তবে পাঁচ ফিট রাস্তা দলিলে উল্লেখ রয়েছে। আইন বহির্ভূতভাবে ছয়তলা বিল্ডিং নির্মাণ করলে সানজিদা রহমান তন্বীর ভাসুর এতে বাঁধা দেয়। বারবার মীমাংসার উদ্যোগ নিলেও তন্বীর পরিবার ব্যর্থ হয়। অবশেষে আদালতে আশ্রয় নেয় তন্নীর ভাসুর। সানজিদুর রহমান তন্বীর ভাসুরের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিল্ডিং এর কাজ স্থগিত রাখার নির্দেশ দেন।কনস্ট্রাকশন কাজের সময় বিল্ডিং থেকে ইট পড়ে একজন আহত হওয়াকে কেন্দ্র করে মামলার সৃষ্টি হয়।  যদিও এই ঘটনার সাথে এরশাদ, মুরাদ, ফুয়াদ সহ কেউ জড়িত নন। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মিম বলেন তার বাবা ৬০ বছরের বৃদ্ধ। তিনি খুবই অসুস্থ একই সাথে তার মা ক্যান্সারে আক্রান্ত। কান্না জড়িত কন্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিথিলা আকতার মৌ বলেন তার বাবা খুবই বৃদ্ধ মানুষ । হাঁটাচলা করতেও তার কষ্ট হয়। তার বাবা জীবনে কারো ক্ষতি করেনি তাছাড়া তিনি ডায়াবেটিস আক্রান্ত তার মুক্তি দাবি করেছেন মৌ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শামীমা আক্তার বলেন জাকির খান যে মামলা করেছে এই মামলায় মুরাদ,  ফুয়াদ,  এরশাদ সহ যাদেরকে আসামি করা হয়েছে এই ঘটনার সাথেকেউ সম্পৃক্ত নয়। সাংবাদিক সম্মেলনে সানজিদা রহমান তন্নী সহ উপস্থিত সকলে পুলিশ সঠিক তদন্ত করে  অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচারকরবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন  ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ