
সদর উপজেলার তালুকদার হাটে বিএনপি নেতার তাণ্ডবে দোকান ভাঙচুর, ৭ লক্ষ টাকার ক্ষতি।
স্টাফ রিপোর্ট । বরিশাল সদর উপজেলার তালুকদার হাট ব্রিজ সংলগ্ন এক শতক জমির উপর ইদরিস শিকদার ব্যবসা করছিলেন দোকানঘর তুলে । কিন্তু কোন কারন ছাড়াই গত নয় ডিসেম্বর সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বি এন পির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু,এবং সহ-সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে রাকিব হাওলাদার, মনির হাওলাদার এবং সাগর মৃধা সহ ৮ ১০ জন সন্ত্রাসী ইদ্রিস শিকদারের দোকান ঘর ভেঙে ফেলে। এতে ভুক্তভোগী ইদ্রিস শিকদারের প্রায় ৭ লক্ষ টাকার তার ক্ষতি হয়। ইদ্রিস শিকদার একজন ভূমিহীন কৃষক। সহায় সম্বল বলতে তার কিছুই নেই। এলাকাবাসী জানিয়েছে সদর উপজেলার চাঁদপুরা মৌজা নম্বর ১৩৮৩ জে এল নং ৭৪ । ১ নং খতিয়ানের ১৭৯১ দাগে এক শতক জমি অবস্থিত। জমির প্রকৃত মালিক কলমদার শিকদারের পুত্র ইদ্রিস শিকদার। কি কারনে পার্ট বি এন পির নেতারা শিকদারের দোকান ভাঙচুর করেছে বলতে পারছে না ভুক্তভোগী ইদ্রিস শিকদার । এদিকে একটি সূত্র দাবি করেছে ইদ্রিস শিকদার প্রকৃত ভূমিহীন ভূমিহীন হিসেবে জমি বরাদ্দের জন্য ইদ্রিস সিকদার বরিশালের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন । ইদ্রিস শিকদারের দোকান ঘর কেন ভাঙচুর করা হয়েছে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তিনি এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।