
বরিশালে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফার উপর সন্ত্রাসী হামলা।।
স্টাফ রিপোর্টার
পুলিশ সদস্যর হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা। আজ সোমবার( ৮ ডিসেম্বর) নগরীর গোড়াচাঁদ রোডের এশিয়ান টেলিভিশনের ব্যুরো অফিসে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ফিরোজ মোস্তফাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী পুলিশ সদস্য নাবিদ আনজুম আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।
ফিরোজ মোস্তফা সহকর্মীরা জানান,পুলিশ সদস্য আনজুমের সাথে ফিরোজ মোস্তফার পূর্বশত্রুতার জেরে গতকাল ধরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকে হামলা চালায়।
হামলাকারী ফিরোজকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ফিরোজ মোস্তফা বলেন, পুলিশ সদস্য আনজুমান ব্যাক্তিগত অফিস বানাতে আমার ভাড়ার ফ্লাটটি ছেড়ে দিতে চাপ দিচ্ছিলে। বিভিন্ন ভাবে হুমকি দেওয়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডয়ারি করা হয়েছিল।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, ওই ঘটনায় পুলিশ সদ্যস আনজুমানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।