বরিশাল আনন্দ ক্লাবের কমিটি গঠিত, বিশু সভাপতি : রহিম সেক্রেটারি ; হীরা সাংগঠনিক নির্বাচিত
এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশালের ঐতিহ্যবাহী আনন্দ ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ইফতার পার্টির পূর্বে আয়োজিত ক্লাবের সদস্যদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ভাই সভাপতি তো করেন বরিশাল আনন্দ ক্লাবের সভাপতি বিশু ঘোষ। সবাই আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন আব্দুর রহিম এস এম নওরোজ হিরা , কাজী মারুফ হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ হোসেন, মোহাম্মদ বাদল, মাওলানা জলিলুর রহমান, মোহাম্মদ আল-আমিন, আব্দুল খালেক, মোহাম্মদ সানাউল্লাহ সানা, কামাল হোসেন, আব্দুর রহমান, মিজানুর রহমান, শাহদাত হোসেন প্রমূখ।
আনন্দ ক্লাবকে আরো গতিশীল করার জন্য ২০২৫ ২৬ সালের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বজিৎ ঘোষ বিশুকে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক এসএম নওরোজ হীরা। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। , ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদের তিনজন সদস্য নির্বাচিত করা হয়েছে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমিন।
২৫ শে অক্টোবর বরিশালে আনন্দ ক্লাব গঠন করা হয়। বরিশাল শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে ক্লাবটি গঠন করা হয় । অসহায় অসচ্ছল মানুষের সেবা প্রদান সহ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বরিশাল আনন্দ ক্লাব। নির্বাহী কমিটির গঠনের পরআনন্দ ক্লাবের নবনির্বাচিত সভাপতি, বরিশাল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি এবং বরিশালের ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, বরিশাল বিভাগীয় দোকান মালিক ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশুর সৌজন্যে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আনন্দ ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল মোটর পার্টস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম । আনন্দ ক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পরানের বরিশাল মানবকল্যাণ সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক এবং বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এস এম নওরোজ হীরা।