বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে পিআইবির প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ মির্জাগঞ্জে পুত্রের শোকে পিতার মৃত্যু। চৌকিদারের প্রতি এলাকাবাসীর ক্ষোভ মির্জাগঞ্জ পুত্রের শোকে পিতার মৃত্যু। চৌকিদারের প্রতি ক্ষোভ এলাকাবাসীর দেব দশক পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন গৃহকর্মী ফাতেমা বরিশাল সদর উপজেলার তালুকদার হাটে বিএনপি নেতার তাণ্ডবে ইদ্রিসের দোকান ভাঙচুর ৭ লক্ষ টাকার ক্ষতি বরিশাল সদর উপজেলার তালুকদার হাটে বিএনপি নেতার তান্ডব । ইদ্রিসের দোকান ভাঙচুর সাত লক্ষ টাকার ক্ষতি এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর পুলিশের হামলা উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে ৩৫ সাংবাদিক সংগঠনের মত বিনিময়ে রাজনীতিবিদদের মিলনমেলা

মির্জাগঞ্জে পুত্রের শোকে পিতার মৃত্যু। চৌকিদারের প্রতি এলাকাবাসীর ক্ষোভ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

পুত্রের শোকে পিতার মৃত্যু, চৌকিদার এর প্রতি ক্ষোভ এলাকাবাসীর।
রাসেল মৃধা মির্জাগঞ্জ প্রতিনিধি

নিয়তির কি নির্মম পরিহাস ২০২৫ সালের একটি চুরির মামলায় অজ্ঞাতনামায় ছেলেকে থানায় নিয়ে আটক করে পুলিশ, অসহায় পিতার আহাজারিতে মৃত্যু। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৪ নং ইউনিয়নের ধন মানিক চত্রা গ্রামের ৬ নং ওয়ার্ডে এ হৃদয়বিদার ঘটনার সাক্ষী হল এলাকাবাসী,শোকের ছায়া নেমে আসে ধন মানিক চত্রা গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। অত্র গ্রামের নূর হোসেনের পুত্র রাসেল মৃধাকে থানায় নিয়ে একটি চুরি মামলায় আটক দেখিয়ে চালান দেওয়া হয় আদালতে, আদালত রাসেলকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। ছেলের করুন পরিণতি সইতে না পেরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন রাসেলের পিতা নূর হোসেন। স্থানীয় বাসিন্দা সালাম মুসল্লী এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান ৬ নং ওয়ার্ডের চৌকিদার খলিল নূর হোসেনের ছেলেকে বাবা মায়ের কাছ থেকে ধরে নিয়ে যায়, ছেলের পিতা মাতা তাদের ছেলেকে ধরে নিয়ে যাওয়ার কারন জিজ্ঞেস করলে চৌকিদার বলেন থানায় মামলা আছে, তবে আমাকে দশ হাজার টাকা দিলে তোমাদের ছেলেকে রেখে যাব। বাবা-মা ঘুষ দিতে অসম্মতি প্রকাশ করলে চৌকিদার থানায় নিয়ে যায় রাসেলকে। হাজার চেষ্টা করেও ছেলেকে মুক্ত করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন নূর হোসেন। ৫ জানুয়ারি ২০২৬ তারিখে ছেলের জন্য খাবার নিয়ে যায় জেলগেটে, ছেলের করুণ পরিণতি দেখে সইতে না পেরে ৬ জানুয়ারি আনুমানিক পাঁচটায় স্টক করে মৃত্যুবরণ করেন রাসেলের পিতা নূর হোসেন। মৃত্যু নুর হোসেন এর স্ত্রী জানান চৌকিদার জোর করে আমার কাছ থেকে ছেলেকে নিয়ে যায় থানায় এবং তার বাড়িতে আমাকে দেখা করতে বলে, আমি তার বাড়িতে যাই তখন চৌকিদার দশ হাজার টাকা দাবি করে, দশ হাজার টাকা দিলে থানা থেকে আমার ছেলেকে এনে দিবে,টাকা না দিতে পারায় ছেলেকে ছাড়ে নায়, আমার স্বামী কষ্ট সইতে না পেরে আজ দুনিয়া থেকে বিদায় নিল। তিনি আরো বলেন আমার ছেলে চোর না এলাকাবাসীও তাকে চোর বলবেনা। আমার নিরপরাধ ছেলেকে চৌকিদার কেন নিয়ে গেল আমি এর সুষ্ঠু বিচার চাই, ঘুষ দিলে আমার ছেলেকে থানায় নিতো না। এলাকার সাধারণ মানুষ জানান, মৃত্যু নূর হোসেন একজন সাধারণ কৃষক ও সহজ সরল ভালো মানুষ ছিলো, কিন্তু চৌকিদার খলিল এলাকার মানুষের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে, টাকা না দিলে থানায় গিয়ে নানান মামলার অজ্ঞাতনামায় নাম ঢুকিয়ে দেয় এবং সাধারণ সহজ-সরল মানুষদের হয়রানি করে, আমরা চৌকিদার খলিলের হাত থেকে মুক্তি চাই। চৌকিদার খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নির্দোষ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ