মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

বরিশালের নানি বুড়ির মাজারে ওরস মোবারক অনুষ্ঠিত

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের নানি বুড়ির মাজারে ওরস মোবারক অনুষ্ঠিত
পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার হীরা প্রধান অতিথি
গোলাম হাসান বিশেষ প্রতিনিধি বরিশাল
বরিশাল স্টিমারঘাট সংলগ্ন নানিবুড়ি মাজারের ৪৭ তম ওরস মোবারক অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নানি বুড়ির মাজার কমিটির সভাপতি, মোহাম্মদ আতাউল গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম নওরোজ হীরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন খাজা, বিভাগীয় বাউল শিল্পী সমিতির সভাপতি কালাম জহির, পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি বাদশা ফকির, পরানের বরিশালের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন, জাগ্রত বরিশালের বেলাল হোসেন শান্ত, পরানের বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান, বরিশাল
সাংবাদিক জনকল্যাণ এসোসিয়েশন সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নাজিম হোসেন, বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল, নানি বুড়ির মাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
নানী বুড়ি মাজারের মিলাদ পরিচালনা করেন, মাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনবরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপকচন্দ্র শীল, নানীবুড়ি মাজার কমিটি, সহ-সভাপতি আব্দুল বারেক, কার্যকরী পরিষদের সদস্য, মোহাম্মদ মালেক সুরেশ্বরী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মোজআলী শিকদার , কোষাধাক্ষ মোঃ আলম ভাই, কোষাধাক্ষ দুই মোঃ আবু জাফর, কার্যকরী সদস্য আব্দুর রশিদ, কার্যকরী সদস্য রাশিদা বেগম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
৪৭ তম ওরস উপলক্ষে কোরআন খানি ওয়াজ মাহফিল ও মিলাদ ও জিকিরএবং শ্যামা সংগীত পরিবেশিত হয়, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়
উল্লেখ্য এবার এই প্রথম বাউল শিল্পী সংগঠনের সদস্য এবং স্থানীয় শিল্পী বৃন্দ দিয়ে সংগীত পরিবেশনা করা হয়।রাতভর কয়েক হাজার দর্শক পুরো অনুষ্ঠানটি উপভোগ করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ