মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

হিজড়াদের দুপক্ষের সংঘর্ষ শেরেবাংলা হাসপাতালে ফিরকি, সাহানাজ এবং শাহিনুর ভর্তি

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

সংবাদটি শেয়ার করুন....

আগৈলঝাড়ায় হিজড়াদের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সুমন দেওয়ান

বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।তিনজনকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরেবাংলা হাসপাতালে যারা ভর্তি হয়েছে তারা হলেন ফিরকি, শাহিনুর ও শাহানাজ।

জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটিতে টাকা তোলার জন্য রিনা হিজড়ারা দল ভাগ করে নিয়েছে। অন্যদিকে বাকি তিনটিতে টাকা তোলে পায়েলের দল। গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এ সময় তাঁদের বাধা দেয় রিনার দল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে শাহীনুর, ফিরকী, শাহনাজ হিজড়াসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পায়েল বলেন, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সঙ্গে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনার দল।

রিনা বলেন, ‘বাকাল ইউনিয়ন আমার এলাকা। পায়েলের দল আমার এলাকায় আসায় তাঁদের সঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
ফিরকি শাহনাজ এবং শাহিনুর জানান দোয়েল লাবনী, রীনা, জয়া, সাধনা এবং তাদের সাথে দুজন পুরুষ লোক তাদের উপর অতর্কিত হামলা চালায় । হামলাকারীরা তাদের মোবাইল ফোন নাকফুল এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। হুমায়ুন কবির জানান পিরকি সাহানাজ শাড়ির উপর যতর্কিত হামলা হয়েছে এ ব্যাপারে তিনি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন । রবিবার আদালতে মামলা করবেন। থানা পুলিশ মামলা না নেয়ার কারণেই তারা আদালতে যাবেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, হিজড়াদের দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ