মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

নাসরিন আবিরের বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের সাংবাদিক হীরার ভাগ্নি নাসরিন আবিরের বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বরিশালের বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক এস এম নওরোজ হীরারভাগ্নি নাসরিন আবিরের বিবাহত্তর সম্বর্ধনা বরিশাল নগরীর অভিজাত চাইনিজ রেস্টুরেন্ট ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর এবং যমকালো এই সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরানের বরিশালের পরিচালক মিসেস আসমা হীরা , বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ ইমন, কাজল বেগম, সাথী আকতার , নুসরাত আকতার, রাসেল হোসেন, পক্ষী বেগম , প্রমুখ।রাত ন’টায় নাসরীন এবং আবির বরিশাল নগরীর আমতলা পানির ট্যাংকির মোড়ে ব্লাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে এসে পৌঁছলে সাংবাদিক এস এম নওরোজ হীরা তাদেরকে স্বাগত জানান। এরপর তাদেরকে একটি সুসজ্জিত আসলে নিয়ে বসানো হয়। সুরের মুরছোনার পর খানাপিনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় । পুরো অনুষ্ঠানটির সার্বিক ম্যানেজমেন্টে ছিলেন ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী এমডি মিথুন। সাংবাদিক এস এম নওরোজ হীরার সৌজন্য নাসরিন আবিরের বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাসরিন আবিরের বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিরা মুগ্ধ হয়েছে। তারা বলেছেন সাংবাদিক নওরোজ হীরার আয়োজন ছিল সত্যিই মনমুগ্ধকর। তারা বলেন নাসরিন আবিরের সংবর্ধনা স্মরণকালের স্মরণীয় অনুষ্ঠান।। তারা নাসরিন আবিরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন ।
গত আটই জুন বরিশাল নগরীর পলাশপুর বউবাজারে কাজল বেগমের নিজস্ব বাসভবনে নাসরিনের গায়ে হলুদের মধ্য দিয়ে বিয়ের সূচনা হয়। অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। গায়ে হলুদের ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল দেওয়ান ইভেন্ট। সাউন্ড সিস্টেম ছিল সোহেল সাউন্ড। এরপর ৯ জুন বরিশাল নগরীর বান্দ রোড ডিসি ঘাট সংলগ্ন রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নাসরিন আবিরের বিয়ে সম্পন্ন হয়। দেড় লক্ষ টাকা মহরানায় বিবাহ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিল। আবিরের পরিবারের পক্ষ থেকে পিরোজপুর থেকে প্রায় ৪০ জন মেহমান উপস্থিত ছিল।।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ