মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

এম এ শুকুরের স্মরণে মিলাদ অনুষ্ঠান

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে সরকারি গাড়িচালক সমিতির সভাপতি শুকুর মিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
মোঃ সুমন বরিশাল
বরিশাল সরকারি গাড়িচালক সমিতির সাবেক সভাপতি এম এ শুকুরের মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান বরিশাল নগরীর রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । সরকারি গাড়িচালক সমিতি বরিশালের সভাপতি আব্দুল খালেকের সভাপতি কে স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরানের বরিশালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরা, সরকারি গাড়িচালক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বরিশাল বিভাগীয় জনকল্যাণ সাংবাদিক এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন , পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার সভাপতি খাজা আলম ,দৈনিক সময়ের ভাবনা নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ সুমন, নানিবুড়ি মাজার কমিটির সভাপতি এবং গাড়িচালক সমিতির সাবেক সভাপতি আতাউল গনি , সরকারি গাড়িচালক সমিতির সাবেক সভাপতি বাদশা ফকির, মোহাম্মদ পান্না, আহাদ আলী, আবদুর রব প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডিসির ঘাট জামে মসজিদের পেশ ইমাম।
সভায় বক্তারা বলেন এম এ শুক্কুর ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি ছিলেন একাধারে সমাজসেবক এবং দানশীল ব্যক্তি। বরিশাল সরকারি গাড়িচালক সমিতি তার হাতে গড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর যা কিছু হয়েছে সকল কিছুই শুকুরের কারণে হয়েছে বলে সভায় সকল বক্তা উল্লেখ করেন। সভায় উপস্থিত সকল বক্তা এমএ শুকুরের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।দুয়ান অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য এম এ শুকুরের মৃত্যুর পরসরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ব্যক্তিগত তহবিল দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন । সমিতির তিনজন কুচক্রী সদস্যের কারণে এই মিলাদ অনুষ্ঠান দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে বলে সমিতির অন্যান্য সদস্যরা জানিয়েছে । স্মরণ সভায় তারা ক্ষোভ প্রকাশ করেন । আগামী ১৫ দিনের মধ্যে তলবী সভা ডেকে এর ব্যবস্থা নেবেন বলে অনেকে জানিয়েছেন ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ