সাংবাদিক সম্মেলন করার ২৪ ঘন্টারমধ্যে পুলিশের খাচায় লিপটন খান
স্টাফ রিপোর্ট
বরিশাল নগরীর বৈদ্যপাড়ার স্পেন প্রবাসী এরশাদের স্ত্রী সানজিদা রহমান তন্বী বরিশাল নগরীরবগুড়া রোডে অভিজাত রেস্টুরেন্টে সন্ত্রাসী একাধিক মামলার আসামি ভূমিদস্যু লিপটন খানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার ২৪ ঘন্টার মধ্যে কোতয়ালী থানা পুলিশ লিপটন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। লিফটন গ্রেপ্তারে এলাকার জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে একইসাথে এলাকায় মিষ্টি বিতরণ করেছে।
সাংবাদিক সম্মেলনে সানজিদা রহমান তন্বী বলেন লিপটন খান তার স্বামী এবং ভাসুরের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন ।লিপটন খান বিএনপির অফিস পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি ।
লিপ্টন খানকে গ্রেপ্তার করায় বরিশাল কোতোয়ালি পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।