মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

বাকেরগঞ্জের পাদ্রিশিবপুরে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র নেতার ঘর লুটপাট

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

পূর্ব শত্রুতার জের ধরে ভোর রাতে ঘরে ঢুকে ওয়ার্ড বিএনপি নেতার ঘরে লুটপাট।
নিজেস্ব প্রতিবেদক:

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামে গত ০৩/০৯/২০২৫ ইং তারিখ ভোর রাতে মোতালেব হওলাদারের ঘরে লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাজায় মোতালেব হাওলাদারের মেয়ে ও মেয়ে জামাই দীর্ঘ ২৫ বছর যাবৎ উক্ত ঘরে বসবাস করে আসছে। ভুক্তভুগি কহিনুর বেগম বলেন আমি আর আমার স্বামী এই ২ জন ঘরে ঘুমানো ছিলাম হঠাৎ ঘরের দরজায় বিকট একটি আওয়াজ হওয়াতে আমাদের ঘুম ভেঙ্গে যায় পরে উঠে দেখি বগী দা ও রামদা দিয়ে আমার ঘর এলোপাথারি ভাবে কোপায়। দূবৃত্তরা আমাদের ১ মাস সময় দিয়ে যায় এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ।দূবৃত্তরা আরও বলে এরপর এই বাড়িতে দেখলে প্রাণ নিয়ে শিবপুর যাইতে পারবি না।

ভুক্তভুগির স্বামী বলেন- যারা ঘর কুপিয়েছে তাদের মধ্যে থেকে আমি একজনকে চিনতে পরছি আর বাকিদের চিনতে পারিনি কারন তাদের মুখ বান্দা ছিলো এবং দরজার সামনে অন্ধকারে দাঁড়ানো ছিল। যে একজনকে চিনতে পেরেছি সে আমার শশুর বাড়ির লোক। ১জন এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান।

কবির হাওলাদার আরো বলেন দূবৃত্তরা চলে যাওয়ার পর আমার বৌ চিৎকার চেঁচামেচি করলেও বাড়ির ভিতর থেকে কেউ কোন সারা দেয়নি। তিনি আরো জানান এই ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। আমার দুই সালা খোকন ও জালাল ঢাকা চাকরি করার কারণে এই ঘর ও জমিজমা চাষাবাদ দেখাশোনার কাজ আমি করি। বাজারে কাঠের ব্যবসা করি। মূলত: আমাদের এই ঘরে থাকাকে ইস্যু করে এবং জমি জমা দখল করার জন্য তারা আমার ঘর কুপিয়েছে । সকালে খবর পেয়ে এলাকার লোকজনের সাথে ঘটবাটির কথা বলাতে মোখলেস তার দলবল নিয়ে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। ভয়ে ভীত হয়ে কি করবো বুঝতে না পেরে সাংবাদিকের সাথে কথা বলি এবং থানায় মামলার উদ্দেশ্য রওয়ানা দিই। পথিমধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (রুম্মান মোল্লা) ও শাহজালাল সুমন পথ আগলে দাঁড়ায় এবং বিষয়টি মীমাংসা করার জন্য প্রস্তাব দিলে আমি রাজি হই। বিষয়টি নিয়ে তালবাহানা ও অমীমাংসিত থাকার আশংকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে আমি মামলা করার প্রস্তুতি নিই। এ বিষয় বাকেরগঞ্জ থানার কর্তব্যরত অফিসারের সাথে কথা বললে তিনি জানান রঘুনাথপুর ঘটনার বিষয় তিনি অবগত আছেন। কিন্তু ভুক্তভুগিরা কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ