মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আদালতের রায় অমান্য করে অস্ট্রেলিয়া প্রবাসীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ প্রশাসনের দৃষ্টি কামনা
জামাল খান
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ট্রেলিয়া প্রবাসী সাইয়েদা খানমের ৪৫ শতাংশ জমি দখলের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী শামসুর রহমান সেলিম এবং তার পরিবার । ঘটনাটি বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার সালিয়াবাকপুর ইউনিয়নের মাদার কাঠি গ্রামে । সাংবাদিকদের কাছে এক লিখিত অভিযোগে জানা গেছে সালিয়াবাকপুরের মাদারকাঠি গ্রামের মোস্তাক আহমেদ সাইয়েদ এর স্ত্রী সাইয়েদা খানম ৪৫ শতাংশ জমির মালিক। সাইয়েদা খানমের মা আলেয়া বেগম সাইদা খানমের নামে জমি লিখে দেন। কিন্তু এই জমির দাবিদার একই গ্রামের মৃত সেরাজুল রহমানের পুত্র শামসুর রহমান সেলিম। এই জমি নিয়ে গ্রাম্য শালিশ, গ্রাম্য আদালত এমনকি জজ কোর্ট পর্যন্ত হয়েছে।
২০১৮ সালে বাদী আলেয়া বেগমের আবেদনের প্রেক্ষিতে সালিয়া বাকপুর ইউনিয়ন পরিষদে অক্টোবর মাসের ৩ তারিখ এই জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদেঅভিযোগ পত্রে আলেয়া খাতুন উল্লেখ করেন বিবাদীপক্ষ সেলিম পেশিশক্তি ব্যবহার করে ৪৪ শতাংশ জমি অবৈধভাবে ভোগ দখল করছে। এই জমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ফেরত পাওয়ার জন্য মামলা করেন। বাদী পক্ষ পূর্বের একটি মামলা গ্রাম আদালতে করেছিল বিবাদীপক্ষের চাচাতো ভাই সৈয়দ অলিউল ইসলাম পিতা সৈয়দ মোয়া জ্জেম হোসেনের বিরুদ্ধে। মামলা নাম্বার ২৪/১৬ তারিখ ২২/১১ /১৬ মামলায় বাদি আলেয়া বেগম বিবাদীদের নিকট ৩৭ শতাংশ জমি পায় মর্মে গ্রাম আদালত রায় দেয় । বাদি পুনরায় বর্তমান বিবাদীদের নাম উল্লেখ করে মামলা করেন। বিবাদীপক্ষ গ্রাম আদালতকে তুচ্ছ তাচ্ছিল্য করে নোটিশ করা সত্বেও গ্রাম আদালতে হাজির না হয়ে তা বাহুবলী বলিয়ান ব্যবহার করে বাদী পক্ষের জমি জমা ভোগ দখল করছে। বিবাদী পক্ষ আদালতের নোটিশ গ্রহণ না করে আদালতের সভাপতিকে হেয় প্রতিপন্ন করে। বিবাদীপক্ষ সময় প্রার্থনা না করে সুমনের জন্য প্রার্থনা করে যা গ্রাম আদালত অবমাননার শামিল। তাই বাদীপক্ষ আলেয়া বেগমকে উচ্চ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এদিকে বানরীপাড়া বিজ্ঞ সহকারী জজ আদালতে ভায়োলসেন মামলা করা হয় যার মোকদ্দমা নম্বর ৭/ ২০২৪ মূলদেওয়ানী মোকাদ্দামা নং ১১৪/২০২১।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইয়েদা বেগম জানান তফছিলে বর্ণিত সম্পত্তির পরিচয় জিলা বরিশাল স্টেশন বানারীপাড়া মৌজা জেল 67 নং মাদার কাঠি মৌজার এসে ৬৮ /৭২//৭৩ নং খতিয়ান এবং এস এ ৭৩ /১নং খতিয়ানের এস এ ১০২৯ ও ১১৩৪ নং খতিয়ানের এস এ ১০/১৪/১৬/১৭/১৯/২০/৬৫/৬৬/৬৭ ২২/২৩ নং দাগের ০.৮৭৫০ একর ভূমির মধ্যে ০.৫৫ একর ভূমি নিষেধাজ্ঞার প্রকৃত ভূমি উক্ত বিরোধীয় ০.৫৫ একর ভূমির দক্ষিনে বিবাদী পক্ষের বসতভিটা পূর্বে চাখার ও গুয়া চিত্রা সড়ক, উত্তরে বাড়ির যাতায়াতের পথ এবং পশ্চিমে দাতাগনের বক্রীভূমি। উক্ত চৌহদ্দির মধ্যে বিবাদী পক্ষের ০.৫৫ একর ভূমি প্রকৃত নিষেধাজ্ঞার বিরোধীয় ভূমি বটে ।
অস্ট্রেলিয়া প্রবাসী সাইয়্যেদা খানমের নিজস্ব জমিতে শামসুর রহমান সেলিম এবং তার দুই পুত্র স্থাপনা গড়ে তুলছে এ ধরনের সংবাদ পেয়ে অস্ট্রেলিয়া থেকে ২০২৪ সালের নভেম্বর মাসে দেশে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী সাইয়েদাখানম । গত ১৩ই জানুয়ারি সাইয়েদা খানম ক্রয় কৃত নিজ জমিতে শামসুর রহমান সেলিম যে দোকান ঘর তুলেছিল সেই দোকান ঘর তার দখলে নেয়। এর ফলে গত ১৪ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে শামসুর রহমান সেলিম পিতা সেরাজুল রহমান , আলতাফ হোসেন বাবু এবং মোঃ সোহান পিতা শামসুর রহমান সেলিম, মোহাম্মদ রাসেল মোহাম্মদ সোহেল পিতা আব্দুল হালিম মোঃ কবির সরদার এবং রিয়াজ মৃধা সহ প্রায় অর্ধশতাধিক লোকজন ইসুটা হাতে নিয়ে সাইদা খানমের বাড়িতে হামলা চালায় একই সাথে তারা দোকানের তালা ভাঙচুর করে এ সময় সাইয়েদা খানমের কন্যা ট্রিপল নাইনে ফোন দিলে বানরীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ওই জমিতে আদালতের রায় সাইয়েদা খানম এর পক্ষে থাকায় বানারীপাড়া থানা পুলিশ দোকান ঘরে পুনরায় তালা লাগিয়ে দেবার জন্য সাইয়েদা খানমকে বলেন । সাইয়েদা খানম পুনরায় দোকান ঘরের তালা লাগিয়ে দেন । এ ব্যাপারে বানরীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১২ জানুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী সাইয়্যেদা খানম তার জমির পুরো খাজনা পরিশোধ করেছেন । সাইয়েদা খানমের দাবি যদি জমির মালিক তিনি নাই হতেন তবে কিভাবে তিনি খাজনা পরিশোধ করলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা আলিয়া খাতুন বলেন সৈয়দ সেলিমের জামাই তৈয়বুর রহমান সোহেল পুলিশের একজন কর্মকর্তা তিনি ঢাকায় কর্মরত। সকল কাজে তাদের বিরুদ্ধে জামাই জড়িত বলে তিনি দাবি করেছেন ।
অপর এক প্রশ্নের জবাবে সাইয়েদা খানম দাবি করেছেন তার ৯২ বছরের বৃদ্ধা মা মুক্তিযোদ্ধা রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত আলেয়া বেগম , তার বোন বরিশাল সরকারি আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহফুজা আক্তার আয়েশা এবং বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী তুবা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশালের পুলিশ সুপার এবং বরিশালের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ