পরানের বরিশালের পক্ষ থেকে সেরা মডেল পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন দীপক ও ঋতু
এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশন এবং বীণাপানি সংগীত একাডেমীর যৌথ আয়োজনে ১৭ ই জানুয়ারি বরিশালের নিঃসর্গ পার্কে সাংবাদিকদের মিলনমেলা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচ গান ভরপুর খানা পিনা, মহিলা অতিথিদের চেয়ার সিটিং রেফেল ড্র, সেরা ভাগ্যবান এবং মডেলিং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিন মিনিটের স্বামী সেরা মডেলিং এ অভিনয় করে পরানের বরিশাল সেরা মডেল পারফরম্যান্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক চন্দ্রশীল এবং মহিলা সম্পাদিকা রাবেয়া ইসলাম ঋতু। পরানের বরিশালের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরা এবং পরানের বরিশালের পরিচালক মিসেস আসমা আক্তার শিলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেন।
এদের মিলনমেলা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম নওরোজ হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রিমিয়ার ব্যাংক এর ব্যবস্থাপক এবং ভাইস প্রেসিডেন্ট কেএম শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি জাকির হোসেন কবির হাওলাদার, বীণাপানি সংগীত একাডেমীর পরিচালক বিনা সেন , সাপ্তাহিক অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান, পরানের বরিশালের সহ-সভাপতি মোঃ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপকচন্দ্র শীল এবং কোষাধাক্ষ ফয়সাল আহমেদ মৃধা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানের বরিশালের পরিচালিকা মিসেস আসমা হীরা, , বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের তারেক রহমান , বানরীপাড়া কোর্টের পেসকার হারুন অর রশিদ ,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক জাকির জমাদার , সহ সভাপতি মাহমুদুল হক আনসারী, সহ-সভাপতি মোহাম্মদ রাসেল বিশ্বাস , যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক রাসেল গাজী , তালুকদার আরিফুর রহমান ,, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম , সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নাজিম মোল্লা , আইসিটি সম্পাদক অনিক চন্দ্র শীল, এডভোকেট তানভীর হায়দার, মানবাধিকার কর্মী মোহাম্মদ নুরুল হক , দৈনিক বাংলাদেশ সমাচারের বাউফল প্রতিনিধি জসীমউদ্দীন প্রমুখ। মহিলাদের চেয়ার সেটিং এ প্রথম স্থান অধিকার করেন শারমিন আক্তার ।দ্বিতীয় স্থান অধিকার করেন মুলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা আক্তার , সংগীত প্রতিযোগিতায় ক গ্রুপে ঋত্বিকা এবং খ গ্রুপে ইসরাত জাহান লাবণ্য প্রথম স্থান অধিকার করেন । রাফেল ড্র তে প্রথম স্থান অধিকার করেন শারমিন আক্তার। সংগীত পরিবেশন করেন সূর্য, সার্থক, স্রেয়সী, শ্রাবন্তী, লাবণ্য, সান্তনা , সোমা , নাজিব মোল্লা, হারুন অর রশিদ প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দীপক চন্দ্র শীল এবং রাবেয়া ইসলাম ঋতুর দ্বৈত মডেলিং । খাইরুল সুন্দরীর গানের কন্ঠে অভিনয় ও ঠোট মিলান তারা । মুহু মুহু করতালির মাধ্যমে তাদের অভিনয়ে উপস্থিত সকলে প্রশংসা করেন । অ্যাডভোকেট নাজিম মোল্লার কন্ঠের গান সকলে প্রশংসা করেন। অনুষ্ঠানে শব্দ যন্ত্রের দায়িত্বে ছিল সোহেল সাউন্ড সিস্টেম ।