মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

পাঁচ শীর্ষ গবেষকের মধ্যে দ্বিতীয় হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান ডঃ আকতারুজ্জামান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বিএইউ শীর্ষ ৫ গবেষকের মধ্যে ২য় মনোনীত হলেন ড. আক্তারুজ্জামান খান

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলার কৃর্তি সন্তান, সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ঐতিহ্যবাহী কৃষ্ণকাঠি খান পরিবারের সদস্য, সাবেক শিক্ষক মরহুম আলতাফ হোসেন খানের দ্বিতীয় ছেলে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড.আক্তারুজ্জামান খান গ্লোবাল ইমপ্যাক্ট ফ্যাক্টর ভিত্তিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ গবেষক পুরস্কার (বিএইউ এর শীর্ষ ৫ জন গবেষক এর মধ্যে ২য়) পুরস্কারে মনোনীত হয়েছেন। ইতিপূর্বে স্কোপাস ইনডেক্স জার্নালের ভিত্তিতে বাকৃবির সেরা দশ গবেষকের একজন মনোনীত হয়েছিলেন তিনি । গবেষকদের গবেষনাপত্র মান সন্মত জার্নালে প্রকাশনার উপর ভিত্তি করে প্রতি বছর র‍্যাংকি প্রকাশ করে থাকে স্কোপাস ইনডেক্স জার্নাল চলতি বছর জানুয়ারীতে প্রকাশিত র‍্যাংকিনে ২০২৪ সনের মানের উপর ভিত্তি করে প্রকাশিত তালিকায় বাকৃবির সেরা দশের একজন ছিলেন তিন, তার এ বিরল কিত্বের জন্য তিনি সকল শ্রদ্ধেয় শিক্ষক, সহযোগী, পিএইচডি এবং এমএস ছাত্র ও যারা তার গবেষণা যাত্রায় অবদান রেখেছেন তাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতে ও পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করান। ব্যাক্তিগত ও পরিবারিক ভাবে মানবহিতৈষী ড.আক্তারুজ্জামান নিজ বাড়ি কৃষ্ণকাঠিতে গড়ে তুলছেন এতিমখানা ও সমাজ উন্নয়নে গরীব দুস্থ অসাহয় মানুষের জন্য মা ও চাচীর নামে ফাউন্ডেশন এ থেকে প্রতিবছর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান, অসহায় গরীব শিক্ষার্থীদের পড়াশুনায় সহায়তা নানাভাবে সহযোগিতা করে চলছেন। তিনি তার মানবিক সহায়তা চালিয়ে যেতে সবার দোয়া ও আর্শিবাদ কামনা করছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ