বরিশালে আভাসের আয়োজনে শতাধিক গৃহকর্মীর স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সুবিধা প্রদান
স্টাফ রিপোর্ট
২৬ ফেব্রুয়ারী,২০২৫ তারিখে নগরীর এ করিম আইডিয়াল কলেজ প্রাংগনে শতাধিক গৃহকর্মীর জন্য হেলথক্যাম্প ও ওষুধ সুবিধা প্রদান করা হয়েছে। অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়, আভাস বরিশালে গৃহকর্মীদের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজ এই হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়। ডা. নুসরাত জাহান (গাইনোকোলজি) এবং ডা. আবিদা আলী (জেনারেল মেডিসিন) এর তত্ত্বাবধানে এই চিকিৎসা সুবিধা প্রদান করা হয়৷ মুলত বরিশাল সিটি কর্পোরেশন এর ৫,৬,৭ নাম্বার ওয়ার্ডের গৃহকর্মীরা এই সুবিধা গ্রহন করে। শুরুতে সুবিধাগ্রহী গৃহকর্মীদের টোকেন প্রদান করা হয়। দুইজন প্রশিক্ষিত নার্সের মাধ্যমে রোগীদের ডায়াবেটিস ও ব্লাড প্রেশার টেস্ট করা হয়। এরপর বিশেষজ্ঞ ডাক্তার এর কনসাল্টেশন শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে কারিগরি সহযোগিতা দিয়েছে ডিডব্লুউএফ নার্সিং ইনস্টিটিউট এবং বরিকন ডায়াগনস্টিক সেন্টার।