মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

বাকেরগঞ্জের বোয়ালিয়া ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ বোয়ালিয়ায় ইসরাইলী অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম ///

বোয়ালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ১১ ই এপ্রিল শুক্রবার জুমা নামাজ শেষে দখলদার ইসরাইলী অগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমার্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু করে বরিশাল কুয়াকাটা মহাসড়ক সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে পূনরায় মসজিদের সন্মূখে এসে শেষ হয়। এ সময় ফিলিস্তিনে মজলুম জনগোষ্ঠীর জন্য দোয়া ও মোনাজাত করে তাদের প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়। মসজিদের ইমাম মাওলানা তারিকুল ইসলাম আঃ হাই মাতুব্বরের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, ভিলেজ ডাঃ শফিকুর রহমান, মসজিদ কমিটির সভাপতি হারুন কাজি, উপদেষ্টা সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম, সদস্য জামাল হাওলাদার, সদস্য আঃ মান্নান খান, উপজেলা যুবদল সদস্য শামীম তালুকদার, ওয়ার্ড যুবদল সদস্য রুবেল জাহিদ, ইউনিয়ন ছাত্র দলের রানা মল্লিক সহ মসজিদের বিপুলসংখ্যক মুসল্লী, বাজার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিরা। এ সময় ব্যনার ও ফেস্টুন হাতে ইসরাইলের পতাকা অবমাননা ও ইসরাইলের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিতে জুতা নিক্ষেপের চিত্র প্রদর্শন করে। তাদের কর্মের নিন্দা ও ঘৃণা প্রকাশের পাশাপাশি ফিলিস্তিন জনগণের প্রতি পূর্ণ সমার্থন ব্যক্ত করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ