মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে বন্ধু মহলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জে স্বপ্নচুড়া যুব সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাৎ হোসেন তালুকদারের সৌজন্যে আয়োজিত বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ১১ই এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় গারুড়িয়া ইউনিয়নের চরসমদ্দি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক মাজহারুল ইসলাম ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জেলা ছাত্র দলের সহ সভাপতি কামরুজ্জামান খান (রুবেল) বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম গাজী,পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক কয়েস রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শিমুল খান, সাধারণ সম্পাদক ১২ নং বঙ্গশ্রী ইউনিয়ন কৃষক দল শাকিল খান, সাবিল সিকদার হৃদয় জেলা ছাএদল, রনি খান বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল, সজীব আকন সহ-সভাপতি ১২ নং ইউনিয়ন ছাত্রদল সহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্য ব্যাক্তিরা।

স্বপ্নচুড়া সংগঠনের উপদেষ্টা হাসান মোল্লার দিক নির্দেশনায় বেশ কিছু দিন ধরে কয়েকটি গ্রুপের মধ্যে নিয়মিত খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল তারই ধারাবাহিকতায় ফাইনাল খেলায় আজকের পুরস্কার বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন, রানারআপ সহ ম্যান অব দি সিরিজ ও ম্যান অব দি ম্যাচ পুরস্কার বিতরণের পাশাপাশি খেলোয়াড়দের মাঝে মডেল তুলে দেওয়া হয়েছে। তুমুল প্রতিযোগীতা শেষে শান্তিপূর্ন ভাবে এমন একটি আয়োজন পরিচালনা করায় কতৃপক্ষর ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি কামরুজ্জামান রুবেল খান বলেন খেলাধুলা বিনোদনের পাশাপাশি শরীর ও মনের উন্নয়ন সাধন করে। এ সময় শহীদ জিয়ার আদর্শ তুলে ধরে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় তার একনিষ্ঠ সমর্থক ও ক্লিন ইমেজের প্রতিচ্ছবি আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ