মির্জাগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের তিনজনকে আটক করেছে
রাসেল মৃধা মির্জাগঞ্জ প্রতিনিধি
গোপন সূত্রের ভিত্তিতে অদ্য ১৭/০৭/২০২৫ খ্রিঃ রাত ০৪:৩০ ঘটিকায় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিন এম. ইকতিদার এর নেতৃত্বে সিনিঃ ওয়াঃ অফিঃ আঃ গাফফার মোল্লা সহ সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা, পটুয়াখালীর অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম, সঙ্গীয় পিএসআই শুভেন্দু দাস ও সঙ্গীয় ফোর্স সহ সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মির্জাগঞ্জ থানাধীন পূর্ব সুবিদখালী আসামি আলতাফ মৃধা এর বসতঘরের মধ্যে হতে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ৭৫০০০/- টাকা, মাদক বিক্রির-২৩৮০ টাকা,মাদক সেবনের জন্য ০৪ টি দিয়াশলাই,মাদক সেবনের ০৫ টি সিরিঞ্জ,০১ কসটেপ,০১ টি কেচি,মাদক সেবনেট ফয়েল পেপার টুকরা ৩০ পিচ, প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ ০৪ টি,১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ,০২ নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ মাদক ব্যবসায়ী আলতাফ মৃধা,মাদক ব্যবসায়ী শাকিল আহম্মেদ, মাদক ব্যবসায়ী মোঃ তানভীর উর ইসলাম দ্বের নিকট হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।