মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে ভদ্রবেশী শয়তান৷৷ রিপনের মুখোশ উন্মুক্ত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জে ভদ্রবেশী রিপনের মুখোশ উন্মুক্ত

জাহিদুল ইসলাম ///

বার বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,,,, এমনই এক ঘুঘুর দেখা পাওয়া গেছে পৌর সভার ৫ নং ওয়ার্ডে, পুরো আওয়ামী লীগ আমলে জেলার প্রভাবশালী নেতার ডান হাত খ্যাত এ ঘুঘু নিজ দলের দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পিছনে লেগে নিজ অপকর্ম আড়ালে নিতে বিএনপি জামাত তথা বর্তমান শাসক দলকে বিতর্কের মধ্যে ফেলতে চালাচ্ছেন নানান তৎপরতা। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে করছেন প্রশ্নবৃদ্ধ। তারই ধারাবাহিকতায় নিজের অফিসে কেউ হামলা না করা সত্বেও হামলার গুজব ছড়িয়ে ফেসবুকে পোস্ট করে তার অফিসে হামলা করছে। পোস্ট দেখে স্থানীয় অনেক লোকজন ঘটনা স্থলে গিয়ে পৌঁছে ও খোঁজ খবর নেন তাতে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি অফিসের অপর পাশে রায়হানের দোকানের সি সি ক্যামেরা চেকিং করেও কোনো আলামত পাওয়া যায় নাই। সম্পূর্ণ গুজব ছড়িয়ে নিজে হঠাৎ আত্নগোপনে চলে যান পুলিশের ভয়ে। খোঁজ নিয়ে জানা যায় ভূয়া সার্টিফিকেট দিয়ে কৃষি ব্যাংকে চাকরি নিলে। প্রতারনার দায়ে অভিযুক্ত হয়ে ক্ষমা চেয়ে চাকরি থেকে বেরিয়ে এসে পৌরসভার গুরুত্বপূর্ণ ৫নং ওয়ার্ডে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রভাব দেখিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করে জয় লাভ করেন। পরবর্তিতে নিজ দলের মেয়রের সঙ্গে বিরোধে জড়িয়ে পরে। বরিশাল সিটি করপোরেশনের প্রভাবশালী জনৈক নেতার প্রভাব বিস্তার করে ধরাকে ছড়া জ্ঞান করে বিধি লঙ্ঘন করে পৌরসভার স্বাভাবিক কর্মে ব্যঘাত ঘটায়। বিষয় টি মেয়র লোকমান ডাকুয়া মেনে নিতে না পেড়ে কঠোর হলে, এলাকাবাসীকে ভুল তথ্য দিয়ে তাদের উন্নয়ন বাধা গ্রস্ত করেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ফাজিল মাদ্রাসায় দৃষ্টি নন্দন টাইলস দিয়ে নির্মিতব্য মসজিদটি নতুন করে করার অযুহাতে ভেঙে ফেলে আজ ৫/৬ বছর পার হলেও নতুন মসজিদ নির্মান কাজ শুরু করতে পারেনি। এভাবেই ভদ্রতার মুখোশ পরে জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের আগে তৎপর হলেও পরবর্তীতে বিএনপির এক প্রভাবশালী চক্রের সঙ্গে আতআত করে নিজেকে রক্ষা করেন অত্যান্ত সুকৌশলে। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি, ডেভিল তালিকায় পুলিশ অভিযান শুরু করলে তার নাম আসে। এ বিষয় পুলিশ বাড়িতে হানা দিলে আগেই টের পেয়ে বাড়ি ছাড়েন। ঘটনা ভিন্ন দিকে নিতে রাতের আধাঁরে ১৫ই অগাষ্ট পালন করে, মেয়রের দিকে চাপানোর চেষ্টা করে। একইসাথে ফাজিল মাদ্রাসা সংলগ্ন নিজের অফিসে হামলার গুজব ছড়িয়ে ফায়দা নিতে তৎপর হন। কিন্তু কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসে। দলের বিপদগ্রস্ত নেতাকর্মীরা ফুঁসে উঠেন, শান্ত বাকেরগঞ্জ রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার পায়তারায় লিপ্ত এমন নোংরা মানষিকতার বিরুদ্ধে, সচেতন মহলের পক্ষ থেকে অনতিবিলম্বে তার অপকর্মের ফিরিস্তি খুঁজে দেখে আইনগত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ