ঝালকাঠিতে কৃষি ব্যাংকের নতুন ভবন: ব্যাংকিং সেবায় নতুন অধ্যায়
মশিউর রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার || রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝালকাঠি শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন রূপে সাজানো ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে গ্রাহকসেবা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।
গত ১ সেপ্টেম্বর সোমবার আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব সঞ্জয় কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরিক্ষা কার্যালয় বরিশালের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো: আবু মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেনবাংলাদেশ কৃষি ব্যাংক, মূখ্য আঞ্চলিক কার্যালয় ঝালকাঠির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: মোহাইমিনুর রহমান। বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাবস্থাপক মো: নুরুল আমিন। বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝালকাঠির আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো: রেজাউর রহমান খান। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পরিচালক খোকন লাল ব্রহ্ম। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো: তারিকুল ইসলাম মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দীর্ঘদিন ধরে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের পাশে থেকে আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঝালকাঠি শাখার নতুন ভবন সেই সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার পথ সুগম করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক, ঝালকাঠি শাখার কর্মকর্তারা জানান, একঝাঁক তরুণ কর্মকর্তা ও কর্মচারীকে সঙ্গে নিয়ে ব্যাংকটি গ্রাহকদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ঋণ প্রদান, আমানত সংগ্রহ, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নসহ ব্যাংকের নানামুখী সেবা এখন আরও স্বাচ্ছন্দ্যে পাওয়া যাবে।
রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক সব সময়ই সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে ঝালকাঠি শাখা সেই আস্থাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ভবনের বিভিন্ন কক্ষ ও আধুনিক ব্যাংকিং সেবা কার্যক্রম ঘুরে দেখেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ঝালকাঠি শাখা ভবিষ্যতে জেলার মানুষের আর্থিক উন্নয়ন ও ব্যাংকিং সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।