বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জাহিদুল ইসলাম ///
“অধিকার সমতা ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের উদ্যোগে ৮ই মার্চ শনিবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। নারী পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আন্তর্জাতিক নারী দিবস একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত, সমাজের প্রতিটা স্তরে নারীর ভূমিকা রয়েছে কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ও নারী এখনো অনেক ক্ষেত্রে বৈষম্যর শিকার। তাই সেই বৈষম্য দুর করতে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। নারীদের প্রতিশ্রদ্ধা জানাতে ও তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ভাবে ৮ই মার্চ বিশ্ব ব্যাপী গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের বিশেষ নির্দেশনায় উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারে ও আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন মহিলা উন্নয়ন বিষয়ক কার্যাক্রমে জড়িত বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক গন্যমান্য অতিথিরা। এ সময় নারী দিবসের একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।