মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার দুই কিশোরী পটুয়াখালী দশমিনা থেকে উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

রাজধানী ঢাকা হতে অপহৃত দুই ভিকটিম পটুয়াখালী জেলার দশমিনা থেকে উদ্ধার
মোঃ সুমন বিশেষ প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানার সবুজবাগ এলাকা হতে ঢাকা হতে অপহৃত একজন কিশোরী ভিকটিম (১৭) ও একজন শিশু ভিকটিম (১১)’কে উদ্ধার করা হয়।
গত ১৪ ডিসেম্বর ভিকটিম কিশোরী তার ছোট বোনকে নিয়ে নানী ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকা জেলার কদমতলী থানার জাপানী বাজার এলাকায় গিয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করেও তাদের আর কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ঢাকা জেলার কদমতলী থানায় একটি নিখোঁজ ডায়রী করেন, যার জিডি নং-১০১৬, তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৪ । ভিকটিমদের দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এবং র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষাপটে অদ্য যৌথ অভিযান পরিচালনা করে অপহৃত দুই ভিকটিমদের উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয় ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ