মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

বাকেরগঞ্জ এর ফরিদপুর গ্রামে নয় দাসের উপর দুর্বৃত্তদের হামলা টাকা ছিনতাই

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জের ফরিদপুর গ্রামে ১০ লক্ষ টাকা ছিনতাই।মারাত্মক আহত বিনয় দাস শেরে বাংলা মেডিকেলে ভর্তি
জামাল খান
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত গৌরাঙ্গচন্দ্র দাশের পুত্র বিনয় চন্দ্র দাসকে দুধ্বৃত্তরা কুপিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
বিনয় চন্দ্র দাসের বড় ভাই বিপুল চন্দ দাস জানিয়েছে তার ছোট ভাই বিনয় দাস ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে মরিয়ম ব্রিকসের ম্যানেজার । প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বর সাড়ে পাঁচটায় কর্মস্থলে যাচ্ছিল। পথিমধ্যে দুলালের ইট ভাটার সামনে কোন কিছু বুঝে ওঠার আগেই ৪/৫ জন দুর্বৃত্ত বিনয় দাসের উপরে হামলা চালায়। তারা এলোপাতাড়ি ভাবে মারাত্মকভাবে কুপিয়েআহত করে। বিনয় দাসের ডাক চিৎকার এলাকাবাসী জ্ড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।বিনয় দাস দৌড়েগিয়ে স্থানীয় বারেক শিকদারের বাড়িতে আশ্রয় নেয় । মোবাইলের মাধ্যমে বিনয় দাসের বাড়িতে খবর পৌঁছলে বিনয়ের আত্মীয়-স্বজন দ্রুত অ্যাম্বুলেন্স যোগে তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কা জনক অবস্থায় বিনয় চন্দ্র দাস কে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে বিনয় দাসের মাথায় চারটি কোপ লেগেছে হাতের আংটি একটি আঙ্গুল মারাত্মকভাবে কোপ লেগেছে। তাছাড়া তিনটি আঙ্গুল ভেঙে গেছে ।।
বিনয় চন্দ্র দাসের স্ত্রী মুক্তা চন্দ্র দাস জানিয়েছেন গতকাল রাতে ইটভাটা থেকে ফিরে এসে তার কাছে ১০ লক্ষ টাকা রাখতে দেন। সকালবেলা ফজরের আযানের ইটভাটার শ্রমিকদের বেতন দেবার দিন থাকায় বিনয় তার স্ত্রীর কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে ইটভাটায় রওনা দেন ।৪০ মিনিট পর মোবাইলে খবর পান দুর্বোত্তরা কুপিয়ে টাকা নিয়ে গেছে।মারাত্মক আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে আসা হয় প্রথমে সার্জারি ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও পরবর্তীতে অর্থপেডিক্স বিভাগের রেফার করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবাইলে আহত বিনয় দাসের বড় ভাই বিপুলচন্দ্র দাসের সাথে ফোনে কথা বলেছেন। চিকিৎসা শেষে তিনি থানায় যোগাযোগ করতে বলেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি তবে বিনয় দাসের পারিবারিক সূত্র দাবি করেছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ