মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন।
একেএম আল আমিন প্রিন্স
মির্জাগঞ্জ, পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর মির্জগঞ্জে ”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ” স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর)সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম উপজেলা চত্বরে এ উৎসব উদ্বোধন করেন। পরে উদ্বোধনী র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন সহ বিভিন্ন ইস্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে, বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠনে তরুণ সমাজ নেতৃত্ব দেবে এজন্যে তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।