মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৫০ পরিবারকে উচ্ছেদ কুয়াকাটায়

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ১৫০ পরিবারকে উচ্ছেদ ,পর্যটন করপোরেশনের দৃষ্টি আকর্ষণ, পরবর্তী কর্মসূচি মানববন্ধন
জামাল খান
একশত বছর বসবাস করলেও বসবাসরত বাসিন্দাদের বাড়িঘর দোকানপাট সহ সকল কিছু উচ্ছেদ করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা প্রশাসনের দাবি কুয়াকাটা সমুদ্র সৈকতকে সৌন্দর্যমন্ডিত এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্যই সরকারি নির্দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরদিকে ভুক্তভোগী 150 পরিবারের দাবি তারা ওই জমিতে তাদের বাপ-দাদার আমল থেকে বসবাস করে আসছেন এই জমির মালিক মূলত তারা কিন্তু প্রতিবছর একটি নির্দিষ্ট সময় উচ্ছেদের নামে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়।। গত 5 নভেম্বর ২০২৪ তারিখ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কুয়াকাটার পাঞ্জুপপাড়া এলাকার ৭৩ কর জমির উপর নির্মিত বসতবাড়ি এবং দোকানপাট উচ্ছেদ ও ভাঙচুর করা হয় যদিও ওই জমিতে বসবাসকারী ভুক্তভোগীদের দাবি তারা এই জমির প্রকৃত মালিক। তাত্তরে কর জমি নিয়ে ১৯৭৫ সাল থেকে মামলা মোকদ্দমা চলে আসছে প্রতিটি মামলা মোকদ্দমা যারা ওখানে বসবাস করছেন তাদের পক্ষেই রায় । সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদেরকে উচ্ছেদ করা হয়েছে বলে এমনটি দাবী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন বিজ্ঞ আদালতের দেয়া স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করায় বর্তমান মোকাদ্দমার প্রতিপক্ষ গনের বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ২ এর ৩ ও ১৫১ ধারার বিধান মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য তারা আবেদন করেছেন। ৯৪/২০২২ নং মোকাদ্দমা দায়ের করেন বিজ্ঞ জেলা জজ নিষেধাজ্ঞার আদেশের কার্যকারিতা স্থগিত করেন ।২৩/০১/২৫ তারিখ ধার্য করেন ৯৪/২০২২মোকদ্দমায় ১০/১১/ ২০২২ তারিখে র আদেশের দরখাস্ত কারিগর ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগের ৬ এর ঘ বাদি মনির ভুইয়া গং ৪৮০০/২২ নং সিভিল রিভিশন দায়ের করলে বিজ্ঞ জেলা জজ পটুয়াখালীর মিস আপিল ৯৪ / ২২ মোকাদ্দমা ১০/১১/২২ তারিখের আদেশ স্থগিত আবেদন করলে মহামান্য হাইকোর্ট বিভাগ ১৪ /৫/২৩ তারিখের আদেশ দ্বারা মিস আপিল ৯৪ ২০২২ মোকাদ্দমায় ১০/১১/২০২২ তারিখের আদেশ স্থগিত করে আদেশ প্রদান করেন ।
জমির তফসিলের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন পটুয়াখালী জেলার কলাপাড়া সাব এসপি অফিস খেপু পাড়া অধীন জে এল নং ৩৪ ।মৌজা লতাচাপলি , হাল ১২৩৮ নং খতিয়ানে মোট জমি ৭৩.১০ একর ।দাগ নং ৫০২০/ ৫০২১ /৫৪৩৭/৬৩৬৬/ এবং ৬৪ ৬৪


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ