মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে একাধিক মাদক মামলার আসামি ইয়াবা সম্রাট আহত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

একাধিক মাদক মামলার আসামি ইয়াবা সম্রাট আহত, জীবননাশের হুমকিতে এলাকাবাসী।
নিজস্ব প্রতিনিধি মির্জাগঞ্জ।
পটুয়াখালী মির্জাগঞ্জে ইয়াবা সম্রাট নামে খ্যাত আলামিন হোসেন আহত, মাদক ব্যবসায় জড়িত গডফাদারদের জীবননাশের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনকে গত ২২ জানুয়ারি আনুমানিক রাত দুইটায় দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের টুকু মিয়ার স মিল থেকে পূর্ব দিকে ২০০ ফিট দূরত্বে কাঞ্চন মিয়ার বাড়ির সামনে ভাঙ্গা রাস্তার উপরে আহত অবস্থায় পাওয়া যায়।
পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার ৬ নং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের ১ নং ওয়ার্ডের কবির গোলদারের পুত্র আল আমিন হোসেন বল (৩০)তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে, এলাকার কিছু ক্ষমতাবান লোকজনের ছত্রছায়ায় দিবালোকে প্রকাশ্যে আবার কখনো গভীর রাতে তারাবুনিয়া মেলা তো মাদকের হাট। একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে মাদক সম্রাট আল আমিন।
১/গ্রেফতারকৃত সূত্র -পটুয়াখালী জেলা /ইউনিট এর মির্জাগঞ্জ থানার এফ আই আর নং -১৩/১২৩. তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮ সময় অনুমান ৮:১৫ মিনিট।
২/বরগুনা এর বেতাগী থানার এফ আই আর নং- ২, জি আর নং ৪৭ (ICB3R)তারিখ ১০ এপ্রিল ২০২০ সময় তিনটা ধারা -৩৬ (১)সারণীর ১০ (ক)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
৩/বরগুনা এর বরগুনা সদর থানার এফ আই আর নং -৩০/২১৩, তারিখ ২৬ জুন ২০১৯, জি আর নং ২১৩ /১৯, ধারা -৩৬/(১) সারণির ১০ (ক) মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
স্থানীয় মোঃ আব্বাস ঘরামী (৬৫), আলিয়া পারভীন (৬০)সাবেক ইউপি সদস্য। মোহাম্মদ বাবুল মৃধা (৬৫) সহ স্থানীয় আরো অনেকে বলেন কবির গোলদারের পুত্র আল আমিন হোসেন অনেক বছর যাবত মাদক ব্যবসায় জড়িত, অন্য জেলা উপজেলা এবং দূর দূরান্ত থেকে মাদক ব্যবসায়ীরা এসে আলামিনের কাছ থেকে মাদক কিনে নিয়ে যায়, কিছুদিন আগে রাতের বেলায় আলামিনের সাথে অচেনা কিছু মানুষের ঝগড়াঝাঁটি শুনতে পাই, আলামিনকে উদ্দেশ্য করে তারা বলে তুই ইয়াবার পরিবর্তে আমাদের মায়া বড়ি দিলি কেন। তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ইয়াবা সহ অনন্য মাদকদ্রব্য বিক্রি করার সময় এলাকাবাসী প্রতিবাদ জানালে আলআমিন বলে, একটারে খুন করে ৬ বছর জেল খেটেছি তোরা বেশি বাড়লে তোদেরও খুন করে ফেলব, তারা আরো বলেন কবির গোলদারের আরেক পুত্র এবং কন্যা তারাও মাদক নিয়ে এই গ্রামের বাহিরে গেলে জনতার ধাওয়ার শিকার হন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ