মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

বাকেরগঞ্জের বোয়ালিয়ায় ব্যবসায়ীর উপর দফায় দফায় হামলা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বকেরগঞ্জ বোয়ালিয়া ব্যবসায়ীর উপর দফায় দফায় হামলা দুজন আহত

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জে বোয়ালিয়ায় তুচ্ছ ঘটনায় ওয়ার্কসপ ব্যবসায়ী টিটু ও তার ছেলের উপর দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় বাবা ছেলে দুইজন গুরুতর আহত ও দুই ঘন্টা অবরুদ্ধ থাকেন। পরবর্তীতে পুলিশ এসে ভিকটিমদের উদ্ধার করে মেডিকেল প্রেরণ করেন। ঘটনা সূত্রে জানা যায়, কাঠের পোল এলাকার নুরুজ্জামান গাজীর গ্রীল তৈরির কাজটা যথা সময়ে ডেলিভারিতে বিলম্ব হওয়ায় নুরুজ্জামান গাজী ১১ই ফেব্রুয়ারী বিকেল অনুমান ৫ টার দিকে বোয়ালিয়া বাজারে টিটুর ওয়ার্কশপে এসে টিটুকে দোকানে না পেয়ে তার ছেলেকে কাজ শেষ না হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায় ছেলেটিকে তাড়া করে মারতে উদ্যত হলে নিরুপায় ছেলেটি আত্নরক্ষায় নুরুজ্জামান গাজীকে ধাক্কা দেয় এতে নুরুজ্জামান গাজী ছিটকে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় হতবিহ্বল নুরুজ্জামান গাজীর ও তার সঙ্গী ও লোকজন ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে মারতে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে আসেন, একপর্যায়ে বাজারের লোকজনের পরে থামিয়ে দেন, কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত নুরুজ্জামানের তাতে আচ্ মেটেনি সে মোবাইলে কল দিয়ে তার নিজের ছেলে, ভাই ভাইগ্নাদের খবর দেন। তারা ঘটনা কি ঘটছে বিস্তারিত না জেনেই এক এক গ্রুপ ঘটনা স্থলে উপস্থিত হন আর ছেলেটিকে একা পেয়ে হামলা চালাতে থাকেন, এভাবে দল ভাড়ী হয় আর হামলার পরিমাণ বাড়তে থাকে। এক সময় বাজারের লোকজন পরিস্থিতি সামলাতে না পেরে ছেলেটিকে দোকানের মধ্যে নিয়ে আটকে রাখেন। সংবাদ পেয়ে টিটু ঘটনা স্থলে এলে এক যোগে টিটু কিছু বুঝে ওঠার আগেই নুরুজ্জামান গাজীর লোকজন টিটুর উপর ঝাপিয়ে পড়ে কিল ঘুষি মারতে শুরু করে এতে টিটুর পড়নে থাকা জামা প্যান্ট ছিঁড়ে যায় এবং রডের বাড়িতে টিটুর মাথা ফেটে রক্ত বের হয়। এক সময় বাজারের লোকজন টিটুকে টিনে ঘরে নিয়ে ঝাপ বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরও নুরুজ্জামানের লোকজন চলে না গিয়ে লাঠি ছোটা নিয়ে ঘরের সন্মূখে অবস্থান নেন। সংবাদ পেয়ে প্রায় দুই ঘন্টা পরে সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশের একটা দল এসে ভিকটিমদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করেন। এবং অবস্থা গুরুতর বিবেচনায় দ্রুত মেডিকেল পাঠানোর প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হলে থানা পুলিশের উপস্থিতে আবারও ওদের উপর হামলা করেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুলিশ পাহাড়ায় ওরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল ভর্তি হন। এ বিষয় টিটু জানান বেশ কয়েকদিন ধরে সে শরীরক অসুস্থতার কারনে দোকানে আসতে পারেনি তাই কাজ বন্ধ ছিল। ছেলেটা খালি দোকান দেখাশোনা করার জন্য এসে বসছিল। ওর সঙ্গে এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। আমি আসা মাত্র আমার অসুস্থ দুর্বল শরীরের উপর হামলা করে জখম করেছে । তিনি এ ঘটনায় মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যপাক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা ঘটনার সুস্থ তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ