চাহিদা মোতাবেক চাঁদা না দেয়ায় বাকেরগঞ্জ এর ফরিদপুর ইউনিয়নের চর সতরাজ গ্রামে জোরপূর্বক জমি দখল,
জামাল খান
চাহিদা মোতাবেক চাঁদা না দেয়ায়এক একর সম্পত্তি বালুদিয়ে ভরাট করে জোর দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন নেতা ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের চর সতরাজ গ্রামে। ওই গ্রামের বাসিন্দা ফজলে আলী বেগের পুত্র সোলাইমান বেগ সাংবাদিকদের জানান নানার কার্ডের সম্পত্তির ৯৬ সালে বাড়ি করে সেখানে বসবাস শুরু করে সোলায়মান। এক এক করে সম্পত্তির মধ্যে ৭৮ শতাংশ সুলেমানের দখলে রয়েছে। বাড়ির দক্ষিণ পাশে থেকে সুলাইমান এক একর জমি ৬ লক্ষ টাকা দিয়ে ক্রয় করে। প্রথমে সে আশি হাজার টাকা বায়না করে। পরবর্তীতে ৫ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ওসিয়ত নামা চুক্তি করে দখলে যায়। কার্ডের জমি কেন ক্রয় করল এই অজুহাতে ফরিদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশা আকনের নেতৃত্বে বাদল আকন এবং দুলাল আকন সোলায়মান এর কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে সোলাইমান ৬০ হাজার টাকা চাঁদা দেয়। সোলায়মান জানায় টাকা না দেয়ায় বাদশা আকন,দুলাল আকন, বাদল আকন সোলাইমানের জমিতে বীজ রোপন করতে দেয়নি যাতে প্রায় তার ১৪ হাজার টাকা ক্ষতি হয়। এছাড়া ভেঙে ফেলা হয় ট্রাক্টর। ক্ষতিপূরণ বাবদ খরচ৫০ হাজার টাকা। সোলাইমানের বাড়ির পাশের মতলেব মিরার পুত্র সবুজ মিরা, বেল্লাল মিরা, হেলাল মিরা যারা সকলে টাইলস মিস্ত্রি। এরাও সোলেমানের কাছে চাঁদা দাবি করে।
সোলাইমান বেগ কান্না জড়িত কন্ঠে জানান তার বাবা ছিলেন ভূমিহীন। এক শতাংশ জায়গাও গ্রামে ছিল না। সোলায়মান বেগেরা তিন ভাই।। মায়ের অংশে বাড়ি করে তারা ওখানে বসবাস করে। সোলাইমানের সাথে তার ছোট দুই ভাই, তার এক বোন প্রবাসী তার ছেলে ওখানে থাকে । মতলেব মিরা কিংবা বাদশা আকন সোলায়মান বেগের কাছে যে টাকা দাবি করেছে সে বিষয়টি মোয়াজ্জেম মেম্বার এবং চরের শাহীন তারা বিষয়টি জানে। বাদশা আকন এবং মতলেব মীরার কাছে ওই বিষয়গুলি কেন জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে তারা সোলায়মান বেগকে হুমকি দিয়েছে। প্রয়োজনে তারা সোলাইমান বেগের ঘর ডাকাতি করবে এবং খুন করবে হুমকি দিয়েছে। সুলাইমান বেগে এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।