মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

উজিরপুরে নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি আবু তালেবের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

উজিরপুরে নিখোঁজোর ৩  দিনেও সন্ধান মিলেনি কৃষক আবু তালিবের 

নাজমুল হক মুন্না ,  ;: জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়শ্রী গ্রামের মৃত কাজী আহমেদ হোসেনের পুত্র কাজী আবু তালেব (৫০)কে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের শিকার কৃষকের স্বজনরা জানান গত ২১ জুন শনিবার রাত ৯ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাজু পাম্প এলাকা থেকে একদল দুর্বৃত্ত কালো মাইক্রোবাস করে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে গত তিনদিন যাবত  নিখোঁজ রয়েছন ওই  কৃষক। এ বিষয়ে ঐদিন রাতেই কৃষক আবু তালেবের স্বজনরা উজিরপুর মডেল  থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একদিন পরে ২২ জুন রবিবার দুপুরে সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়। নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহরণের বিষয়ে পুলিশ কোন তথ্য দিতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছে কৃষকের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস বেপারী  জানান, কৃষক আবু তালেব ঐদিন ধান বিক্রির নগদ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে জয়শ্রী বাস স্ট্যান্ডে এক ব্যক্তির কাছ থেকে জমি বন্ধক রাখার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার প্রতি মধ্যে একটা কালো মাইক্রোবাস তার গতিরোধ করে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল  বলেন, কাজী আবু তালেবকে অনতিবিলম্বে  উদ্ধার করতে না পারলে মানববন্ধন সহ কঠিন কর্মসূচির দেওয়া হবে।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, কৃষক কাজী আবু তালেব নিখোঁজ হওয়ার ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়েছে।  পুলিশ  উদ্ধারের চেষ্টা করছে।। 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ