মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে পরানের বরিশালের নবম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণিল আয়োজন

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

সংবাদটি শেয়ার করুন....

বর্ণাঢ্য আয়োজনে মানব কল্যাণ সংস্থা পরাণের বরিশাল এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
এস এম নওরোজ হীরা
রঙিন আলোর রোশনাই, সাজসজ্জার জাঁকজমক আর তারকাদের দ্যুতিময় পরিবেশনার মধ্য দিয়ে বরিশালের ঐতিহ্যবাহী মানব কল্যান সংস্থা “পরাণের বরিশাল” এর ৯ম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় স্মরণীয় হয়ে থাকল পরাণের বরিশালের নবম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন, সম্মাননা স্মারক, লটারীতে বিজয়ীদের পুরস্কার বিতরণীর নক্ষত্রখচিত রাত।

বরিশালের রিভার ভিউ চায়নিজ রেস্টুরেন্টে মানব কল্যান সংস্থা “পরাণের বরিশাল” এর শিল্পীদের তবলা লহরার আনন্দধ্বনির পরিবেশনায় শুরু হয়েছিল অনুষ্ঠান। তার রেশ বজায় থাকল শেষ পর্যন্ত। গানের সুর, নাচের ছন্দ, অভিনয়ের নাটকীয়তায় মুগ্ধ হলেন দর্শকেরা।

সন্ধ্যা ৭ টা ৩৫ মি. অনুষ্ঠানের সভাপতি ও সংস্থাটির স্বনামধন্য প্রতিষ্ঠাতা, সাংবাদিক এসএম নওরোজ হিরা অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের শ্রোতাদের মধ্য থেকে মঞ্চে নিয়ে আসন গ্রহণ করেন।

আমন্ত্রিত এসব বিশিষ্ট গুণীজনদের নান্দনিক উপস্থিতিতে আলোকময় হয়ে ওঠে মঞ্চ। মঞ্চে তখন উপবিষ্ট অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স, অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বিশেষ অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট জুবাইয়া বিন্তে কবির, প্রিমিয়ার ব্যাংক এর ভাইস-প্রেসিডেন্ট কেএম শফিকুর রহমান, বেঙ্গল বিস্কুট এর ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রহমান, অতিথি গ্রুপ এর জেনারেল ম্যানেজা বিশ্বজিৎ গুহ, বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক তারুণ্য বার্তার সম্পাদক আহমেদ রনি, বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল এর সাধারণ সম্পাদক প্রিন্স আল আমিন এবং সংস্থাটির সম্মানিত পরিচালক আসমা আক্তার শিলা প্রমুখ উজ্জল দিশারীগন।

বরিশালের মিডিয়া ও সাংস্কৃতিক জগতের খ্যাতিমান তারকাদের উপস্থিতিতে বর্ণাঢ্য হয়ে ওঠে এই আয়োজন। আসরে চিত্তবিনোদনের সঙ্গে মানবিক মূল্যবোধের দিকটিও সংযোজিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহমুদুল হক আনসারী। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত, পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শাওনী, মিতু, মিনিতা, জয়, লাবণ্য, মিম, সাদিয়া, নাজিফা, লাকি, শারমিন, শুশমিতা, পাখি, অনু, আরিফা ও শান্তা। জাতীয় সংগীত পরিবেশনের পরে অতিথিদের উত্তরীয় প্রদান করেন “পরাণের বরিশাল” এর ফুল পরী শিল্পীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক কালাম জহির। এরপর চলে পরিচিতি পর্ব, আগতদের মাঝে সংগঠনটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সভাপতি এসএম নওরোজ হিরা।

অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স অনুষ্ঠান উদ্বোধন করে বলেন,
একটি সমাজ তখনই উন্নত হয়, যখন সেই সমাজের প্রতিটি মানুষ—নিঃস্ব, সুবিধাবঞ্চিত, কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ—সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পায়। “পরানের বরিশাল” ঠিক সেই মানবিক কাজটি করে যাচ্ছে গত ৯ বছর ধরে, যা সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, আমাদের সমাজে হিজরা সম্প্রদায়, বেদের মেয়ে, বাসার কাজের মেয়ে, ও টোকাই শিশুরা অনেক সময় অবহেলা, বঞ্চনা, ও বৈষম্যের শিকার হয়। কিন্তু আমরা যদি সবাই মিলে তাঁদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, তাঁদের সমান অধিকার ও সুযোগ দিতে পারি, তবে তাঁরাও সমাজের মূলধারায় যুক্ত হতে পারবেন।
পরানের বরিশাল এই জনগোষ্ঠীর জন্য যে কাজগুলো করেছে, তা শুধু সাহায্য নয়, বরং একটি পরিবর্তনের বার্তা। শিক্ষা, স্বাবলম্বিতা, ও মর্যাদার জন্য এই সংস্থার অবদান অনস্বীকার্য।

শিক্ষাবিদ প্রিন্স বলেন, আমি আশা করি, এই সংগঠন আগামী দিনগুলোতেও তাদের মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো একটি সুন্দর, সমানাধিকারভিত্তিক সমাজ গড়ার জন্য। এই মহৎ উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে, তিনি আজকের এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধান অতিথি সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ তার বক্তব্যে আগামী এ সংগঠনটিকে সমাজ সেবা পুরস্কার দেয়ার প্রতিশ্রুতিসহ সমাজ সেবার পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

এরপর শুরু হয় বিশেষ অতিথিদের জ্ঞানগর্ভ বক্তব্য, একে একে বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা সবাই তাদের উদ্যোক্ত কণ্ঠের বক্তব্য এবং বিশেষ অতিথি গবেষক ও সাংবাদিক জুবাইয়া বিনতে কবির এর মিষ্টি মধুর কণ্ঠের বক্তব্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।

তিনিসহ অন্যান্য বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনের সদস্যরা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে বঞ্চিত মানুষের কষ্টের কথা চিন্তা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। আর এই সেবা মানুষের মধ্যে আত্ম মূল্যবোধ শেখায়। সংগঠনের সদস্যরা অল্প সময়ের মধ্যে সেবার মাধ্যমে বরিশালের প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে। যদি ধনাঢ্য ব্যক্তিরা সংগঠনের দিকে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসে তাহলে সমাজে কোন টোকাই, হিজরা, বেদে বা অসহায় মানুষ থাকবে না। ধর্নাঢ্য ব্যক্তিদের প্রতি আহবান রেখে বক্তারা আরো বলেন প্রতিটি বৃত্তশালী মানুষ যদি একজন সুবিধা বঞ্চিত ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলেন তাহলে সে আরেক জন কে স্বাবলম্বী করে তুলবে। এভাবেই যদি প্রতিটা মানুষ অর্থের হাত বাড়িয়ে দেয় তাহলে কোন এক সময় আমাদের দেশে কোন গরিব থাকবেনা। এই সংগঠনের প্রতিটা সদস্যের উদ্যোস্য মহত। যার কারনেই অল্পসময়ের মধ্যে পরাণের বরিশাল সংগঠনটি প্রশংসনিয় হয়েছে। স্থানিয় অন্যান্য সংগঠনগুলো সমন্বিতভাবে যদি সমাজ ও মানুষের জন্য কাজ করে তাহলে সমাজের সকল অসংগতি দুর হতে বাধ্য হবে।

অনুষ্ঠানে মানব কল্যান সংস্থা “পরাণের বরিশাল” সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবুল কালাম আবু, বাংলাদেশ প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাব এর সহ-সভাপতি ও বাকেরগঞ্জ কলেজের অধ্যাপক জাকির জোমাদ্দার, তালুকদার মিডিয়ার আবুল হোসেন তালুকদার এবং বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দিপক চন্দ্র শীল।

এছাড়া টিভি ও মঞ্চ অভিনয় শিল্পী ইমরান হোসাইন আকাশ (আরজে আকাশ) এবং পরানের বরিশাল এর সাধারণ সম্পাদক কালাম জহির এর ছন্দময় উপস্থাপনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে এই ছন্দের জাদুকররা পুরো অনুষ্ঠানকে ছন্দের তালে তাল মিলিয়ে কথামালার ফুল ধরিয়ে দিয়ে ফুটিয়ে তোলে। আকাশ এর অভিনয় দেখে দর্শকেরা হেসে লুটিয়ে পড়েন।

আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য শেষে পরানের বরিশাল মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে অতিথি গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিশেষ অবদানের জন্য সম্বর্ধিত হন সাংবাদিকতায় “পরানের বরিশাল” এর সহ সভাপতি মোঃ রাসেল বিশ্বাস এবং ব্যবসা ক্ষেত্রে পরানের বরিশাল এর সহ সভাপতি মোঃ সুমন।
রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় রাফেল ড্র (,লটারি) ও এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে মানব কল্যাণ সংগঠন “পরানের বরিশাল” এর ৫১ সদস্যের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯ টায় নৈশভোজের কথা থাকলেও আনন্ে আত্মহারা শ্রোতাদের অনুরোধে মধ্য রাত করা হয়। ১২টায় নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। তবে অনুষ্ঠান শেষ হয়ে গেলেও দর্শকেরা কেউ যাচ্ছিলেন না রেস্টুরেন্ট ছেড়ে। তৃতীয় লিঙ্গের ববি, রিপা ও নুপুর এবং “পরাণের বরিশাল” এর শিল্পীদের মনমাতানো অভিনয়, নাচ, গান আর ভালো লাগার আবেশে তাঁরা আবিষ্ট ছিলেন অনেকক্ষণ। বিশেষ করে আরজে আকাশ এর সপ্রতিভ উপস্থাপনা, পুরস্কার দিতে মঞ্চে ওঠা শিল্পীদের স্বতঃস্ফূর্ত পরিবেশনা কিংবা মন্তব্যে আনন্দের ঘোর যেন কাটছিলই না।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ