বরিশালে আভাসের আয়োজনে গৃহ শ্রমিকদের ৬ দফা দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
এস এম নওরোজ হীরা বরিশাল
বিশ্ব শ্রমিক দিবসের তাৎপর্য কে সামনে রেখে গৃহ শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্ত করনের দাবিতে গতকাল বরিশাল নগরীর এসোসিয়েশন অফ ভলেন্টিয়ার একসান ফর সোসাইটি আভাসের ট্রেনিং সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলি জামান। হান্নানের মধ্যে উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, প্রকল্প কোঅর্ডিনেটর ফারজানা ফেরদৌস দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ দৈনিক মতবাদের বিশেষ প্রতিনিধি মকবুল হোসেন, শহিদুল ইসলাম, প্রমূখ। গৃহকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মনিরা আক্তার এবং পুতুল বেগম ,।
লিখিত বক্তব্যের শিউলি জামান জানান গৃহকর্মীদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইনের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের প্রতি জোড় দাবি জানানো হয়।এখন পর্যন্ত গৃহকর্মীরা শ্রম আইনের আওতায় পড়েন না যার কারণে তারা কর্ম ক্ষেত্রে শোষণের শিকার হন। গৃহকর্মীদের কাজের সময়, বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা , কাজের নিশ্চয়তা কোন কিছুই আইনি সুরক্ষার আওতায় আসে না ।
সাংবাদিক সম্মেলনে গৃহ কর্মীদের দাবি পেশ করা হয় দাবি স্বমের মধ্যে রয়েছে, গৃহকর্মীদেরকেবাংলাদেশ শ্রম আইনে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া হোক, যেন শ্রমিক হিসাবে অধিকার গুলো রক্ষা করা যায়। সকলের জন্য একটি ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক এবং সময় অনুযায়ী সঠিক পারিশ্রমিক নিশ্চিত করা হোক,গৃহকর্মীদের কাজের পরিবেশ নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হোক, নির্দিষ্ট সময় পর বিশ্রাম এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা হোক, গৃহকর্মীদের বিরুদ্ধে যে কোন ধরনের শোষণ বা নির্যাতন বন্ধ করা হোক এবং তাদের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করা হোক, লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মীদের নিয়োগ সম্পন্ন করা হোক যাতে কর্ম ক্ষেত্রে গৃহকর্মী অথবা গৃহকর্তার মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।।
সাংবাদিক সম্মেলনে বক্তারা দাবি করেন সরকার গৃহকর্মীদের শ্রমিক হিসেবে সঠিক স্বীকৃতি দেবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। গৃহকর্মীদের এই দাবি মানা হলে সমাজে তাদের যথাযথ মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত হবে যা দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিক সম্মেলনে প্রকল্প পরিচালক ফারজানা ফেরদৌস বলেন বরিশাল নগরীর ৫ ৬ ৭ ১০ ১১ এবং ১৫ নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার গৃহকর্মীর উপরে তারা একটি জরিপ চালিয়েছেন জরিপে দেখা গেছে ৬৪% গৃহকর্মী বেতন নিয়ে অসন্তোষ । ৬৩% গৃহকর্মী অতিরিক্ত কাজ করে কোন আলাদা অর্থ পায় না। ৮০% গৃহকর্মীকাজ করার সময় কোন না কোন শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছে । ৬৬% গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে তার মাঝে গালি ও কথার মাধ্যমে নির্যাতনের হার ৩২ পার্সেন্ট। প্রায় ৯৮% গৃহকর্মী গৃহকর্মী সুরক্ষা আইন সম্পর্কে অবগত নন মাত্র ১১ জন পাওয়া গেছে যারা নাম শুনেছে।
আবাসের নির্ভয় পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন গৃহকর্মীদের সুরক্ষা এবং শ্রম আইনে বিষয় আলোচনা এই সংবাদ সম্মেলন। তিনি বলেন গৃহকর্মী সুরক্ষা আইন ২০২৫ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আই এল ও এর শোভন কাজ সংক্রান্ত কে কেন্দ্র করে গৃহকর্মীদের জীবনমান উন্নয়ন করার জন্য বাংলাদেশের শ্রম আইনে যথাযথ পরিবর্তন আনা প্রয়োজন।