বরিশালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নে আভাসের ব্যতিক্রমধর্মী আয়োজন
এস এম নওরোজ হীরা বরিশাল
গৃহ কর্মী নিয়োগে লিখিত সমঝোতা চুক্তি দিতে পারে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি এই স্লোগানকে সামনে রেখে বরিশালে আভাসের আয়োজনে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা আভাসের নিজস্ব কার্যালয় ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
আভাসের প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম , বরিশাল বার কাউন্সিলের অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপ পরিদর্শক রুমা পারভীন , পরানের বরিশালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম নওরোজ হীরা , সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আভাসের EWCSA এর প্রকল্প সমন্বয়কারী ফারজানা ফেরদৌস। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং অর্ধশতাধিক গৃহকর্মী উপস্থিত ছিলেন।
প্রকল্প সমন্বয়কারী ফারজানা ফেরদৌস তার উদ্বোধনী বক্তব্য বলেনগৃহকর্মীদের বিভিন্ন সেবা অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে আভাস EWCSA প্রকল্পের অধীনে বরিশালে গৃহ কর্মীদের জন্য রেফারেন্স সার্ভিস এর মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। বিভিন্ন সেবার মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা,আই নী সহায়তা,নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা।
বাংলাদেশ বেতার বরিশালের উপ আঞ্চলিক পরিচালক রফিকুল ইসলাম বলেন যে দেশেকর্মের দাম নেইসেখানে মূল্যায়ন নেই। তিনি বলেন সবকিছুই মানসিকতার ব্যাপার।রফিকুল ইসলাম বলেন দেশে এখনো অনেক গৃহকর্তা গৃহকর্ত্রী গৃহকর্মীদের উপর স্টিম রোলার চালান। গৃহকর্মীদের সোফায় বসতে দেন না, টেবিলে ভাত খেতে দেন না, ঠিকমতো ঘুমোতে দেন না, ডাল তরকারি ফ্রিজে তোলার জন্য ঘুম থেকে গৃহকর্মীদের ডেকে তোলে এ ধরনের অনেক নির্যাতন করা হয়। এছাড়া শারীরিক নির্যাতন তো রয়েছে।
শ্রম দপ্তর বরিশালের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন গৃহকর্মীদের আগের অবস্থার চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং উন্নতির জন্য আরো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন 12 বছরের নিচে সবাই শিশু এখন কোথাও বাচ্চা গৃহকর্মী নেই।শিশুদের দিয়ে শ্রম আইনে কাজ করানো যাবে না ।আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গৃহ কর্মীদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করা হয় ।