বরিশালে এই প্রথম বাংলার বাঘ ফাউন্ডেশনের উদ্যোগে আরলি চাইল্ড হুড ডেভেলপমেন্ট সেন্টার এর উদ্বোধন
এস এম নওরোজ হীরা বরিশাল
বাংলার বাঘ ফাউন্ডেশন এর আয়োজনে বরিশালে প্রথমবারের মতো আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার। এই আরলি ডেভেলপমেন্ট সেন্টারটি তিন থেকে শিশুদের মেধা মনন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। পাশাপাশি তাদের স্কুলমুখী করতে এবং তাদের যাবতীয় মানসিক উন্নয়ন করতে চেষ্টা করবে।
গতকাল বরিশাল নগরীর বৈদ্য পাড়ায় বাংলার বাঘ ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় আরলি চাইল্ডহুড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার বাঘ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একে ফ্লোরা, প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা ফেরদৌস , ফাইন্যান্স ডিরেক্টর পুজা সাহা, ডিরেক্টর অফ ডেভেলপমেন্ট অনন্যা মুখার্জি, ডিরেক্টর অফ অপারেশন তানজিমুল হাসান তমাল , শিক্ষক মৃন্ময় মন্ডল, শিক্ষিকা সাদিয়া আক্তার , নকশী প্রোজেক্টের পরিচালক জামিয়া আফরোজ মিম প্রমুখ।
বাংলার বাঘ ফাউন্ডেশন বরিশালের নিম্নবিত্ত পরিবার থেকে ছয়টি শিশু নিয়েছে যারা এই সেন্টারে প্রথম ব্যাচে আওতাভুক্ত থাকবে । এ কাজে দুজন শিক্ষক নিয়োজিত থাকবেন তারা হচ্ছেন মৃন্ময় মন্ডল ও সাদিয়া ইসলাম । পাশাপাশি বাংলার বাঘ ফাউন্ডেশন এর অন্যান্য কর্মীবৃন্দ নিয়োজিত থাকবেন।
শিশু এবং তার মায়েদের সাথে রকম শিক্ষামূলক খেলা, ও গানের মাধ্যমে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বাংলার বাঘ ফাউন্ডেশন এর নিজস্ব অফিস কক্ষে এই প্রোগ্রামটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হবে । এতে শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে । এদিকে বাংলার বাঘ ফাউন্ডেশন এ ধরনের যুগান্তকারী একটি প্রকল্প হাতে নেয়ায় উপস্থিত সুধীজন বাংলার বাঘ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক একে ফ্লোরা সহ সকল কর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন ।