মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

স্ত্রী নাজমার অত্যাচারে স্বামী সুমন দিশেহারা

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.9592448, 0.61111295);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 28;

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে স্ত্রী নাজমার অত্যাচারে স্বামী সুমন দিশেহারা, অসহায় সুমনের পরিবার , প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
মো:সুমন
বরিশাল নগরীর পলাশপুর এর মোহাম্মদ আলী হাওলাদারের কন্যা নাজমা বেগমের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছে বরিশাল শহরতলীর চর আইচা গ্রামের নাসির হাওলাদানের পুত্র সুমন হাওলাদার। ২০১৬ সালে নাজমার সাথে সুমনের বিয়ে হয় বিয়ের পর সংসার মোটামুটি ভালই কাটছিল নাচবা এবং সুমনের সংসারে একটি সাত বছরের কন্যা রয়েছে কিন্তু নাজমার পরিবারের সদস্যদের কথামতো নাজমা সুমনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে। এই মামলায় সুমন 11 দিন জেল হাজতে ছিল বর্তমানে সুমন জামিনে মুক্ত রয়েছে ‌। সুমনের বিরুদ্ধে নাজমা বরিশাল মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করে মামলা নম্বর ৪২৭/20 ২৪। মামলায় নাজবা বেগম উল্লেখ করেছে সুমন নাজমার কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবি করেছে ।অটো গাড়ি কেনার জন্য টাকা দিতে রাজি না হওয়ায় সুমন নাজমা কে মারধর করে এবং থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায় যা সম্পূর্ণ মিথ্যা । নাজমার ভাই রুবেল বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় বুট বিক্রেতা। নাজমার ভাইদের হুমকি ধামকিতে দিশেহারা হয়ে পড়েছে অটোচালক সুমন বরিশাল শহরে অটো চালাতে গিয়ে বেশ কয়েকবার সুমনকে আটক করেছে নাজমার ভাইয়েরা। নাজমা সুমনের বিয়েতে কোন কাবিন নেই কিভাবে মামলা হল তাহলে আদালতে প্রশ্নের উত্তরে সুমন জানায় তার কন্যার টিকা কার্ড দিয়ে আদালতে মামলা করেছে ।এবং ২০১৮ সালের ৩ ধারায় যৌতুক মামলা করেছে। বাদী পক্ষের উকিল আদালতে কাবিনের টাকা দাবি করেছে যদিও নাজমা এবং সুমনের বিয়ের কোন কাবিন নেই তাহলে প্রশ্ন থেকে যায় কাবিনের টাকার হিসাব পেল কোথায়। সুমন জানিয়েছে কাবিন ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মসজিদের মাওলানা সাহেব তাদের বিয়ে পড়িয়েছে। সেই ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে সুমন তার স্ত্রী নিয়ে ঘর করতে রাজি আছে কিন্তু নাজমার কথা হল সে তার বাপের বাড়ি থাকবে সুমনকেও সেখানে থাকতে হবে কিন্তু সুমন শ্বশুরবাড়ি থাকতে রাজি নয় এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চলছে বিরোধ এই বিরোধ থেকে মামলা করা হয়েছে। এদিকে সুমনের বাবা এবং মা কান্না জড়িত কন্ঠে জানিয়েছেন তারা এই মিথ্যে মামলা থেকে নিষ্কৃতি চান মামলা সংশ্লিষ্ট সকলের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে মিথ্যে মামলা থেকে সুমন মুক্তি পায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ