মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ভূমিদস্যুদের অত্যাচারে জমি কিনে বিপাকে শাজাহান শরীফ, থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ভূমিদস্যদের অত্যাচারে জমি কিনে বিপাকে শাজাহান শরীফ,থানায় অভিযোগ দায়ের
এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নং নম্বর ওয়ার্ড বঙ্গশ্রী এলাকার মরহুম মোহাম্মদ আলী শরীফের পুত্র শাহজাহান শরীফ জমি কেনে বিপাকে পড়েছে। ১৯৯৪ সালে সাজাহান শরীফের ভাগ্নে নজরুল ইসলাম খান সৈয়দ আহমদ আলী, সৈয়দ আলী আকবর,ফুল শরীফ এবং আব্দুল আলী আকনের কাছ থেকে ৮ শতক জমি সাফ কবলা রেজিস্ট্রি দলিল মারফত ক্রয় করে।। ওই জমিতে বছর বাড়ি নির্মাণ করে দুই যুগ বসবাস করে নজরুল ইসলাম। নজরুল ইসলাম আর্থিক সংকটে পড়ায় ২০০৫ সালে তিনি জমিটি বিক্রি করে দেন । ২০১৪ সালে শাজাহান শরীফ দলিল মূলে এই জমির মালিক হন।
ওই এলাকার আব্দুল আজিজ খানের পুত্র নাসির খান, ফখরুদ্দিন হাওলাদার এর পুত্র নাসির হাওলাদার, কুরবান আলী শরীফের পুত্র লাল শরীফ , আব্দুল আলী আকন এর পুত্র মন্টু আকন, রহম আলী হাওলাদারের পুত্র সোহরাব হাওলাদার সহ অন্যান্য ব্যক্তির এক জোড়পূর্বক জমি দখলের পাঁয়তারা করছে। সম্প্রতি তারা বিশেষ করে নাসির হাওলাদার সাজাহান শরীফের বাথরুম ভাংচুর, কল নিয়ে যায় ফলবান গাছ কর্তন করে । এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় গত ৯ এপ্রিল অভিযোগ দায়ের করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জল হোসেন দায়িত্ব পেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান শরীফ জানান দীর্ঘ ১০ বছর পর্যন্ত বাকেরগঞ্জ পৌরসভা , বাকেরগঞ্জ থানায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও এই দশ বছরে এই জমির কোন সুরাহা তিনি পাননি। সাজান শরীফ জানান অবৈধভাবে তার জমির সামনের রাস্তা সংলগ্ন পূর্ব পাশ থেকে অধিকাংশ জমি দখল করে নেয়ার বাকি যে সামান্য অংশটুকু আছে তাহা তা উত্তর দিক পাশ থেকে আরিফুর রহমান চুন্নু হাওলাদার তরিকুল ইসলাম অনেক জমি দখল করে নিয়েছে। তারা নির্মাণ করে শাহজাহান শরীফের ৩০ বছরের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এর ফলে চতুর্দিক থেকে রাস্তা বন্ধ হওয়ায় সাজান শরীফ বা তার লোকজন তোমার পথ বন্ধ হবার কারণে কাঁচা টিন সেট ঘটিতে লোকজন বসবাস করতে না পারায় রাষ্ট্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি ইরান শাজাহান শরীফের বৈদ্যুতিক সংযোগ টি ও বিচ্ছিন্ন করে দিয়েছে। শাজাহান শরীফ সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে জানান তিনি বৈষম্যের শিকার অসহায় দুর্বল ও মজলুম ব্যক্তি। শাহজাহান শরীফ কাগজপত্র অনুযায়ী তার ৮ শতক জমি তিনি বুঝে পান৷ এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার ভূমি , বাকেরগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ