মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

বরিশালের জর্ডন রোডে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হাশেম মিয়ার শততম জন্মবার্ষিকী পালন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল হাশেম মিয়ার শততম জন্মবার্ষিকী
জামাল খান বরিশাল
বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের জর্ডন রোডস্থ আবুল হাশেম মিয়ার শততম জন্মবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।৩০ শে নভেম্বর সাতটায় আবুল হাশেম মিয়ার নিজ বাসভবন সীমা নিকেতনের পঞ্চম তলায় সুসজ্জিত একটি মঞ্চে আবুল হাশেম মিয়া কেক কাটেন। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেক কাটা অনুষ্ঠানে আবুল হাসেম মিয়ার পাঁচপুত্র, পুত্রবধূ , নাতি নাতনি , এলাকাবাসী, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব হিতাকাঙ্খী শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন। এরপর শুরু হয় ফুল দিয়ে বরণ পর্ব বরণ পর্ব অনুষ্ঠানে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স এর সভাপতিএবাদুল হক চান, বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সভাপতি এস এম নওরোজ হীরা , বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যান অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপকচন্দ্র শীল , সিএনএন টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন তালুকদার , প্রমূখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসে পৌঁছালে হাশেম মিয়ার পাঁচপুত্র মামুন, মাসুম, মাসুদ, নাহিদ এবং রূপক তাদের স্বাগত জানান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংগীত সংগীত পরিবেশন করেন রাহাত তামান্না এবং আবুল হাসানাত নাহিদ। তামান্না এবং নাহিদের কন্ঠে দ্বৈত গান দর্শকদের হৃদয় আকৃষ্ট করে। রাত সাড়ে দশটায় শুরু হয় নৈশভোজ। একদিকে চলছিল নৈশভোজ অন্যদিকে সুরের মূর্ছনা। অভাবনীয় এবং অকল্পনীয় এ অনুষ্ঠান দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন । জন্মদিনঅনুষ্ঠানটি ছিল গিফট লেস অনুষ্ঠান । জন্মদিনে আমন্ত্রিত অতিথি অনেকেই গিফট নিয়ে এসেছিলেন কিন্তু তা গ্রহণ করা হয়নি ।
আবুল হাশেম মিয়া ১৯২৪ সালের ৩০ শে নভেম্বর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাদশা মিয়া। বরিশাল একে স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। আবুল হাশেম মিয়া দীর্ঘদিন বরিশাল খাদ্য বিভাগের ঠিকাদার ছিলেন । আবুল হাশেম মিয়া বরিশাল নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার মোহাম্মদ আলী খানের জামাতা৷।উল্লেখ্য হাশেম মিয়া স্যাটেলাইট চ্যানেল এস এর বাকেরগঞ্জ প্রতিনিধি এবং দৈনিক সময়ের ভাবনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নওরোজ হীরার খালু।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ