বাকেরগঞ্জে বিএনপির মহান বিজয় দিবস র্যালী ও সভা অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ,সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টা থেকে বাকেরগঞ্জ পৌর বালুর মাঠে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হতে থাকে। কয়েক সহস্র লোকের সমাগমে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিনত হয়।বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ চত্বরে শেষ হয়।
উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
সভায় অনয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আলাল, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কামাল হাওলাদার, যুবদল নেতা নিয়াজ মোর্শেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা প্রমূখ।
বিগত ১৫ বছরে বিএনপির দলীয় নেতা-কর্মীদের বিজয় দিবস পালনে বাঁধা দিয়ে আসছে, এবার আমরা দলমত নিবিশেষে সকলে সুষ্ঠু ভাবে শহীদদের স্মরণ করে তাদের স্মৃতিতে সন্মান ও শ্রদ্ধাঅঞ্জলি নিবেদন করতে পারছি, দিন কারো চিরকাল এক রকম থাকে না, পরিবর্তন আসবেই, তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।