মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

বরিশালের কাউনিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের কাউনিয়া যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

নিহত ও আহতের স্বজন এবং এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক, চাঁদাবাজি নিয়ে স্থানীয় শাহীনের সঙ্গে দ্বন্দ ছিল সুরুজের। সন্ধ্যার পর শাহীন ও তাঁর সহযোগীরা মিলে সুরুজ ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতারে নিয়ে আসা হলে সুরুজের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। 

এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাউনিয়া থানার এসআই মো. শাহ জালাল একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশের সুরাতল রিপোর্ট তৈরি করা হয়েছে আগামীকাল বরিশাল শেরেবাংলা হাসপাতালে লাশের ময়না তদন্ত হবে ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ